বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ, তবে অনুষ্ঠানে শামিল হলেন না মমতা-অভিষেক

মমতা-অভিষেকের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

মমতা-অভিষেকের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee's nephew Akash Banerjee tied knot

বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর আরেক ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়।

বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর আরেক ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার একটি অভিজাত ব্যাঙ্কোয়েট হলে বিয়ের আসর বসে। দীর্ঘদিনের বান্ধবী উপাসনা দাসকে বিয়ে করেন আকাশ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় এই বিয়েতে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ছিলেন না আরেক ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisment

প্রসঙ্গত, পারিবারিক অনুষ্ঠানে খুব কমই শামিল হন মুখ্যমন্ত্রী। তবে একাধিক সময়ে দেখা গিয়েছে তারকাদের বিয়েতে যেমন নুসরত-নিখিল, নীল-তৃণার বিয়েতে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিবারের অনুষ্ঠান, তা-ও আবার ভ্রাতুষ্পুত্রের বিয়েতে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গরহাজির থাকায় জল্পনা বাড়ছে।

তবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরা, আকাশের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে শামিল হয়েছিলেন। খুব শীঘ্রই ব্যানার্জি পরিবারের তরফে বউভাতের আয়োজন করা হবে।

Advertisment

আরও পড়ুন দফায়-দফায় গোপালকে কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন কুন্তল, বিস্ফোরক দাবি CBI-এর

আকাশ হলেন মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দ্যোপাধ্যায় ওরফে কালীর ছেলে। গত ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান কালীবাবু। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পরেই মৃত্যু হয় তাঁর। তার আগে একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অনেক ছোটবেলাতেই আকাশ তাঁর মা-কে হারিয়েছেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের ছবি ভাইরাল। অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। আবার মুখ্যমন্ত্রী এবং তাঁর আরেক ভাইপো অভিষেকের অনুপস্থিতি নজরে পড়েছে অনেকের।

tmc Mamata Banerjee abhishek banerjee West Bengal