ভ্রমণপ্রিয় বাঙালির একটা বড় অংশের পছন্দ উত্তরবঙ্গ। এক্ষেত্রে বরাবরই উত্তরবঙ্গের অফবিট স্পটগুলোতে বেড়ানোর বাহানা খোঁজে বাঙালি। এই প্রতিবেদনে তেমনই অপূর্ব এক পাহাড়ি গ্রামের সন্ধান মিলবে। সবুজে সাজানো ছোট্ট এই পাহাড়ি গ্রাম যেন প্রকৃতির নতুন আবিষ্কার। এই এলাকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যে মোহিত না হয়ে পারবেন না। একবার এই এলাকায় গেলে সেই ভ্রমণ অভিজ্ঞতা জীবনভর স্মৃতির পাতায় স্বার্ণাক্ষরে লেখা হয়ে থেকে যাবে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত রিশপ গ্রাম। এতল্লাট কালিম্পঙের সেরা জায়গা। পাহাড়ের মধ্যে ধাপে ধাপে রঙ-বেরঙের ফুলে সাজানো গোটা গ্রাম। নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব ১১০ কিলোমিটারের মতো। কালিম্পং শহর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে রিশপ।
আরও পড়ুন- ভুলে যাবেন দিঘা-পুরী, বাংলার এই সাগরতটের অসাধারণ শোভা লজ্জায় ফেলবে সুন্দরী রমণীকেও
এই এলাকার পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, সিনিয়ালচু -সহ নানা শৃঙ্গ। পাহাড়ি এই গ্রামে বছরভর যেন অদ্ভুত একটা নীরবতা বিরাজ করে। ছবি তোলার জন্য এর চেয়ে সুন্দর পাহাড়ি গ্রাম পাওয়া বেশ কঠিন। ফটোগ্রাফারদের কাছে তাই উত্তরবঙ্গের এই জনপদ বরাবরই বিশেষ পছন্দের।
আরও পড়ুন- রূপের ডালি সাজিয়ে তৈরি প্রকৃতি! পাহাড়ি গাঁয়ের চোখ জুড়নো শোভা মনে ঝড় তুলবে!
গোট গ্রামে যেন খেলে বেড়াচ্ছে পাখির দল। নাম না জানা অচেনা পাখিরা গ্রামের অলি-গলিতে ঘুরে বেড়ায়। এই এলাকাটি নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের খুব কাছে। রিশপের কাছে টিফিনদাড়া ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের অপূর্ব শোভা ক্যামেরাবন্দি করতে পারেন। তবে টিফিনদাড়া ভিউ পয়েন্টে যেতে গেলে রিশপ থেকে আপনাকে খানিকটা হাঁটতে হবে।
কাঞ্চনজঙ্ঘার কোলে ঢোলে পড়া সূর্যাস্ত দেখার সৌভাগ্য মেবে এই রিশপ থেকেই। রিশপে যাঁরা যান তাঁরা সাধারণত লাভা-লোলেগাঁও কিংবা পেডং ঘুরে আসেন। এই সব জায়গাগুলিই এখান থেকে খুব কাছে। একটা গাড়ি ভাড়া নিয়ে চলে যেতে পারেন। রিশপ থেকে অনেকে ট্রেক করেও লাভায় যান।
আরও পড়ুন- এখানেতেই স্বর্গসুখ! সবুজে সাজানো পাহাড়ি গ্রামের অসাধারণ শোভা হৃদয়ে ঝড় তুলবেই!
রিশপে কীভাবে যাবেন?
কলকাতার দিক থেকে ট্রেনে গেলে নিউ জলপাইগুড়িতে নামতে পারেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। শিলিগুড়ি থেকেও রিশপ যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়াও নিউ মাল জংশন স্টেশন অথবা মালবাজার থেকে গাড়ি ভাড়া করে রিশপ পৌঁছে যেতে পারেন।
আরও পড়ুন- কোলাহলহীন অপূর্ব এই সমুদ্রতট মন কাড়বেই! কলকাতার কাছেই সাগড়পাড়ে অনাবিল আনন্দ
রিশপে থাকবেন কোথায়?
রিশপে হাতে গোনা মাত্র কয়েকটি হোটলে আছে। পাহাড়ি এই জনপদে অধিকাংশই হোম স্টে। স্থানীয়রাই সেগুলি পরিচালনা করেন। তবে পর্যটকদের জন্য এখানে সদৃশ্য কয়েকটি কটেজও রয়েছে। চাইলে সেখানেও থাকতে পারেন। নীচে রিশপের কয়েকটি থাকার জায়গার নাম-ফোন নম্বর দেওয়া হল।
লাভলী রিসর্ট- 9733061489
সানটেক ইকো রিসর্ট- 9836087562
গোল্ডেন কটেজ, রিশপ- 9432964242/9830147718