বছর শেষে বিরাট সুখবর! একধাক্কায় বেশ খানিকটা কমল রান্নার গ্যাসের দাম

বছর শেষের মুখে সুখবর। আবারও কমানো হল রান্নার গ্যাসের দাম।

বছর শেষের মুখে সুখবর। আবারও কমানো হল রান্নার গ্যাসের দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
commercial LPG Cylinder Price hiked in kolkata

LPG Cylinder Price Hike: কলকাতায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।

বছর শেষের মুখে সুখবর। আবারও কমানো হল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৯.৫০ পয়সা কমানো হয়েছে। শুক্রবার অর্থাৎ ২২ ডিসেম্বর থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের এই নতুন দাম কার্যকর করা হবে। ২০২৩-এর একেবারে শেষ প্রান্তে এসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কিছুটা হলেও খুশি ছোট ব্যবসায়ীরা।

Advertisment

শুক্রবারই বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দাম প্রায় ৪০ টাকা কমানো হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.৫ কেজির সিলিন্ডারের দাম কমানো হয়নি। বাণিজ্যিক সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। উল্টোদিকে ১৪.৫ কেজির সিলিন্ডারের ব্যবহার চলে বাড়িতে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় বর্ষবরণের মরশুমে খানিকটা হলেও স্বস্তিতে ছোট কারবারিরা।

আরও পড়ুন- Premium: তাঁতিপাড়ায় নেই মাকুরের খুটখাট, একে একে হারাচ্ছে বাংলার গামছা শিল্পীরা 

Advertisment

১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমায় এবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ১৮৬৮ টাকা। এর আগে এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা ৫০ পয়সা। সব মিলিয়ে পরপর দু'মাসে দু'দফায় কমানো হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর আগে নভেম্বর মাসেও এক পর্বে দাম কমানো হয়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের।

আরও পড়ুন- বড়দিনের আগে ফিকে শীতের আমেজ! সেকেন্ড স্পেলে ঠান্ডার মারকাটারি কামব্যাক কবে?

LPG Price Reduce LPG Cylinder Commercial LPG