LPG cylinder price cut: মাস পয়লায় কমল রান্নার গ্যাসের দাম। দেশের তেল বিপণন সংস্থাগুলি আজ ১ জুলাই ২০২৫, থেকে LPG সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে। দেশের অন্যান্য অংশের পাশাপাশি কলকাতাতেও কমানো হয়েছে গ্যাসের দাম। স্বাভাবিকভাবেই এলপিজি ব্যবহারকারীদের একাংশের জন্য এটা বড়সড় স্বস্তির খবর।
আজ ১ জুলাই ২০২৫ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় ৫৭ টাকা কমেছে। আজ থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৮২৬ টাকা থেকে কমে হয়েছে ১৭৬৯ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্রতি ৫৭ টাকা দাম কমানো হয়েছে। একইভাবে দিল্লি, চেন্নাই, মুম্বইয়ের মতো শহরগুলিতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি।
তবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। অর্থাৎ আগের দামেই কিনতে হবে বাড়িতে ব্যবহার করা ১৪ কেজি গ্যাসের সিলিন্ডার। এর আগের মাসেও অর্থাৎ ১ জুনেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল।
আরও পড়ুন- Kolkata weather update: শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, কাঁপানো বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?
এবার জুলাই মাস পড়তেই ফের বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫৭ টাকা করে কমানো হল। স্বাভাবিকভাবেই ছোট, মাঝারি রেস্তোরাঁ ব্যবসায়ী বা খাবারের দোকানের মালিকদের জন্য এটা বড়সড় স্বস্তির খবর।