Kolkata weather update: শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, কাঁপানো বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?

West Bengal weather July 1, 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। সেই নিম্নচাপ এবার শক্তি আরও বাড়িয়েছে। তারই জেরে প্রবল ঝড়-জলের সম্ভাবনা জেলায়-জেলায়।

West Bengal weather July 1, 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। সেই নিম্নচাপ এবার শক্তি আরও বাড়িয়েছে। তারই জেরে প্রবল ঝড়-জলের সম্ভাবনা জেলায়-জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather  ,Kolkata weather,  rainfall,  thunder,storm  gusty winds  ,low pressure area  ,cyclonic circulation,  monsoon,  humidity,  temperature,  weather forecast,  weather alert  ,South Bengal  ,North Bengal  ,fishermen warning  ,rough sea,  rainfall amount  ,weather update  ,weather report,পশ্চিমবঙ্গের আবহাওয়া  ,কলকাতার আবহাওয়া,  বৃষ্টি  ,বজ্রবিদ্যুৎ  ঝড়ো হাওয়া,  নিম্নচাপ  ,ঘূর্ণাবর্ত  ,বর্ষা,  আর্দ্রতা,  তাপমাত্রা,  আবহাওয়া দপ্তর  ,আবহাওয়ার পূর্বাভাস  ,আবহাওয়া সতর্কতা  ,দক্ষিণবঙ্গ  ,উত্তরবঙ্গ,  মৎস্যজীবীদের সতর্কতা,  সমুদ্র উত্তাল  ,বৃষ্টিপাতের পরিমাণ  ,আবহাওয়া আপডেট  ,আবহাওয়া প্রতিবেদন

Bengal Rainfall Update: আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

Rainfall prediction:ভরা বর্ষায় বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের। তারই জেরে রাজ্যের প্রায় সর্বত্র ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। একটানা কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত জুলাইয়ের প্রথম সপ্তাহের একেবারে শেষ পর্যায় পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল ঝড়-জলের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে।

বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সপ্তাহের প্রথম কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র।

Advertisment

আরও পড়ুন- প্রকাশ্যে আইন নিজের হাতে তুলে বিতর্কে জড়াল তৃণমূল, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

কলকাতার আবহাওয়ার খবর 

শহর কলকাতাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- TMC:তৃণমূলের দাপুটে নেত্রীর 'শ্লীলতাহানি', দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain Bengal Weather Kolkata Weather