Ghani Khan Choudhury Birth Anniversary: গনিখানের জন্মদিন পালন করলো তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সকালে মালদার কোতুয়ালির বাসভবনে গনিখানের মাজারে চাদর ও চালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রাক্তন রেলমন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনিখান চৌধুরীকে। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা গনিখানের ভাগ্নি তাঁর মামার স্মৃতির উদ্দেশ্যেই শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাজারে চাদর ও ফুল নিবেদন করেন। যদিও এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকেও একইভাবে প্রয়াত প্রাক্তন সাংসদ গনিখান চৌধুরীকে শ্রদ্ধা জানানো হয়। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশাখান চৌধুরী গনিখানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও গনিখান চৌধুরীর ৯৬ তম জন্মদিন উপলক্ষেও গরিব মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করে তৃণমূল সাংসদ মৌসুম নূর।
উল্লেখ্য, প্রয়াত প্রাক্তন সাংসদ গনিখান চৌধুরী রাজনীতির বাইরে রূপকার ব্যক্তিত্ব হিসাবেই মালদাবাসীর কাছে পরিচিত রয়েছেন। শুধু তাই নয়, গোটা রাজ্যজুড়েও গণিখান চৌধুরীর সুনাম রয়েছে। ৭০ দশকে রাজ্যে কংগ্রেস জামানায় একসময় তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে মালদা সাংসদ হিসেবে রেলমন্ত্রীর দায়িত্ব পান। রাজনীতিতে গণিখান চৌধুরী যবে থেকে সাংসদ পদে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তবে থেকেই মালদায় একাধিকবার জয়ী হয়েছেন। গনিখান চৌধুরীকে কোনদিন নির্বাচনে পিছনে ঘুরে তাকাতে হয় নি।
জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো! নেতা-মন্ত্রীদের সঙ্গেই পুলিশ-প্রশাসনের কর্তাদের উপস্থিতি নজর কেড়েছে
রেলমন্ত্রী থাকাকালীন একাধিক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন । এছাড়াও একসময় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির খুব প্রিয় ছিলেন প্রয়াত প্রাক্তন সাংসদ গনি খান চৌধুরী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, মামা গনিখান চৌধুরী কোনদিন রাজনৈতিক ভাবে মানুষকে বিচার করতেন না । দলমত নির্বিশেষে তিনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। সেই জন্যই প্রত্যেকের কাছেই গনিখান চৌধুরীর আজও অমর হয়ে রয়েছেন। এদিন মামা গনিখান চৌধুরীর জন্মদিন উপলক্ষে, তার মাজারে চাদর ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। পাশাপাশি গরীব মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।