Diwali 2024: প্রতিবারের মতো এবারও ধুমধাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে কালীপুজোর আয়োজন হয়েছিল। নিজের স্বপ্নের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' (Lakshmir Bhandar) প্রকল্পের ছোঁয়ায় কালীমণ্ডপ সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে অন্যান্য বারের মতো এবার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় নেতা-মন্ত্রীদের ভিড় একটু কমই ছিল। তুলনায় নজর কেড়েছে পুলিশ-প্রশাসনের কর্তাদের উপস্থিতি।
প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজোর আয়োজন হয়েছিল। গতকাল দুপুরে নিজের বাড়ির কালি প্রতিমার মূর্তি ও মণ্ডপের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো এবার ৪৭ বছরে পা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'। রাজ্য সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ছোঁয়া মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। কালীমন্দির সেজেছিল ধানের ছরায়। মণ্ডপের দেওয়াল সেজেছিল প্যাঁচার মুখ আঁকা মাটির তৈরি পয়সা জমানোর ঘটে।
গতকাল দিনভর পুজোর কাজে মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর ভাই, ভ্রাতৃবধূ, তাঁদের ছেলেমেয়ে ও বন্দ্যোপাধ্যায় বাড়ির অন্যান্য আত্মীয়-স্বজনরা ছিলেন। সেই সঙ্গে দিনভর ছিল অতিথিদের যাতায়াত। দিন কয়েক আগেই চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনিও সন্ধ্যায় হাজির পিসির বাড়ির কালীপুজোয়। ঘুরে দেখেছেন পুজোর কাজ।
মুখ্যমন্ত্রীর বাড়ি কালীপুজোয় নেতা-মন্ত্রী থেকে আমলারা:
প্রতিবারই তৃণমূলের হেভিয়েট নেতা-মন্ত্রীদের ভিড় চোখে পড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। এবারও তার অন্যথা হয়নি। নেতা-মন্ত্রীরা তো ছিলেনই সেই সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্তাদের উপস্থিতিও ছিল বেশি করে চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, অন্যান্য বারের তুলনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় রাত পর্যন্ত ভিড় একটু কমই ছিল নেতা-মন্ত্রীদের। কেউ কেউ বলছেন নেতা-মন্ত্রীদের তুলনায় পুলিশ ও প্রশাসনের কর্তাদের উপস্থিতিই এবার বেশি করে নজর কেড়েছে মমতার বাড়ির কালীপুজোয়।
আরও পড়ুন- Maa Guhya Kali: কালীপুজোয় বিশেষ পুজোর চল নেই মন্দিরে, গভীর রাতে শ্মশানে বিচরণ মা গুহ্যকালীর!
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় আগাগোড়া ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। সন্ধেয় মমতার বাড়ির কালীপুজোয় আসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আমলারা। সেই সঙ্গে গতকাল মমতার বাড়ি কালীপুজোয় ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা-সহ পুলিশের শীর্ষকর্তারা। এছাড়াও তৃণমূল নেতা সুব্রত বক্সি, কুণাল ঘোষদেরও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়।
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে পুজোর আয়োজনেরও অনেকটাই সামলেছেন দিদি। 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ছোঁয়া লেগেছে তাঁর কালীপুজোর মণ্ডপে। এ ব্যাপারে অতিথিদের ঘুরে ঘুরে বোঝাতেও দেখা গিয়েছে তাঁকে। রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে অভিষেকও পুজোর কাজ দেখেছেন। বেশ কিছুক্ষণ অভিষেকের সঙ্গেও গল্প করেছেন পিসি মমতা। তাঁর স্নেহের পরশ পেয়েছেন অভিষেকের কন্যা-পুত্ররাও।