Congress Attacks On BJP Maha Kumbh Stampede: মহাকুম্ভে মহাবিপর্যয়! পদপিষ্টে হাজার মানুষের মৃত্যু, তোলপাড় ফেলা দাবি কংগ্রেসের, কী বলল বিজেপি?

Congress Attacks On BJP Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের টনায় "হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে", কংগ্রেসের মন্তব্যে উত্তাল সংসদ।

Congress Attacks On BJP Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের টনায় "হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে", কংগ্রেসের মন্তব্যে উত্তাল সংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

পদপিষ্টে হাজার মানুষের মৃত্যু, তোলপাড় ফেলা দাবি কংগ্রেসের

Congress Attacks On BJP Maha Kumbh Stampede: মহাকুম্ভে বিরাট দুর্ঘটনা। প্রয়াগরাজের সেক্টর ২০তে ভয়ঙ্কর দুর্ঘটনা। হট এয়ার বেলুন ফেটে জখম ৬। বেলুন থেকে নীচে পড়ে ও আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদিকে আজই মহাকুম্ভে যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

Advertisment

মহাকুম্ভে পদপিষ্টের টনায় "হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে", কংগ্রেসের মন্তব্যে উত্তাল সংসদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় দাবি করেছেন, "মহাকুম্ভে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। মহাকুম্ভে দুর্ঘটনায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।" খাড়গের এই দাবি ঘিরে উত্তাল হয় সংসদ। 

২৯ জানুয়ারি মৌনি অমাবস্যার দিনে পবিত্র স্নানে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলেই দাবি করেছেন  কর্মকর্তারা। তবে, রাজ্যসভার বিরোধীদলনেতা সেই পরিসংখ্যানের তোয়াক্কা না করেই দাবি করেছেন, তাঁর অনুমান মহাকুম্ভে দুর্ঘটনায়  "হাজারের বেশি মানুষের মৃত্যু" হয়েছে। তিনি আরো বলেন, "মহাকুম্ভে দুর্ঘটনায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা।" খাড়গের এই মন্তব্যের পরই ক্ষমতাসীন জোটের সাংসদরা প্রতিবাদ জানিয়েছেন। ওঠে ক্ষমা চাওয়ার দাবিও। 

Advertisment

এর প্রেক্ষিপ্তে খাড়গে বলেন, "আমি কাউকে দোষারোপ করার জন্য 'হাজার' সংখ্যাটা উল্লেখ করিনি। দুর্ঘটনায় কতজন নিহত হয়েছে তার তথ্য সামনে আনা হোক। যদি আমি কিছু ভুল করে থাকি, তাহলে আমি ক্ষমা চাইব। তাদের উচিত কতজন নিহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান দেওয়া।" কতজন নিখোঁজ? সেটা জানানো হোক"।  তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় শাসক দল এবং চেয়ারম্যান জগদীপ ধনখড় তাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বলেন।

 

CONGRESS rahul gandhi Mahakumbh 2025 Mahakumbh Stampede