Advertisment

Indira Gandhi 107th Birth Anniversary: ইন্দিরা গান্ধী, গণিখান চৌধুীর নামে মেট্রো স্টেশন হোক কলকাতায়, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

Indira Gandhi-Ghani Khan Choudhury: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর নামে মেট্রো স্টেশন করার দাবি উঠল। সেই সঙ্গে দেশের প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গণিখান চৌধুরীর নামেও একটি স্টেশনের নামকরণের দাবি উঠেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Metro,Metro,metrorail,durga puja 2024,কলকাতা মেট্রো,মেট্রোরেল,দুর্গাপুজো ২০২৪

Kolkata Metro: প্রতীকী ছবি।

Congress demands to name 2 metro station in Kolkata on Indira Gandhi Ghani Khan Choudhury: কলকাতা মেট্রোর (Kolkata Metro) কোনও স্টেশনের নামকরণ হোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) এবং প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী বরকত গণিখান চৌধুরীকে (Ghani Khan Choudhury) শ্রদ্ধা জানিয়ে। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Advertisment

দেশের মধ্যে প্রথম কলকাতায় চালু হয় মেট্রো রেল (Metrorail) পরিষেবা। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। তারও আগে ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা মেট্রো প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। ১৯৭৩-৭৪ সালে মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছিল।

কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নামকরণ করা হয়েছে প্রখ্যাত মনীষীদের স্মরণে রেখে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী যতীন দাস, মহানায়ক উত্তম কুমার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ একাধিক মনীষীর নামে কলকাতা মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন- Eastern Railway: মসৃণ পরিষেবায় দুরন্ত তৎপরতা রেলের, যাত্রী স্বার্থে এবার আরও কঠিন পদক্ষেপ

আরও পড়ুন- Swapan Debnath: হেলমেটহীন তিন বাইক আরোহীকে কান ধরিয়ে ওঠবোস, মন্ত্রী স্বপন দেবনাথের কীর্তিতে শোরগোল

কলকাতা মেট্রোরেলের কোনও একটি স্টেশনের নামকরণ করা হোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে, এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও প্রাক্তন রেলমন্ত্রী বরকত গনি খান চৌধুরীর নামেও কলকাতা মেট্রোর একটি স্টেশনের নামকরণ করা হোক বলে দাবি জানিয়েছেন শুভঙ্কর সরকার।

আরও পড়ুন- West Bengal News Live: উত্তরবঙ্গ মেডিক্যালের ৭ পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

মঙ্গলবার কলকাতা ময়দানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন শুভঙ্কর সরকার। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বলেছেন, "কলকাতার মেয়র ও মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, অনেক স্বনামধন্য বাংলার মানুষের নামে মেট্রো স্টেশন আছে। যার চিন্তাধারার ফলশ্রুতি হিসেবে মেট্রোর কাজ শুরু হয় ও তার কাজ শেষ হয়..এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। ইন্দিরা গান্ধী ও গণিখান চৌধুরীর নামে মেট্রোর কোনও জায়গা করা যায় কিনা... আজ ইন্দিরা গান্ধীর জন্মদিনে এটা ভাবার বিষয়। সরকারে আজ কেউ থকবেন কাল কেউ যাবেন। কিন্তু এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত আগামী দিনের প্রজন্ম বিশ্লেষণ করবেন।"

Metro Ghani Khan Choudhury kolkata metro CONGRESS Indira Gandhi
Advertisment