Advertisment

'ন্যাড়া' আগেই হয়েছেন, তৃণমূলকে 'ল্যাজেগোবরে' করতে আজ থেকেই নয়া ময়দানে কৌস্তভ

সরকার বিরোধী লড়াইয়ে আরও এক ধাপ কৌস্তভের। আজ থেকেই শুরু নতুন লড়াই।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress leader Kaustav is going to the Dharna stage of DA activists

তৃণমূল সরকারের বিরুদ্ধে নতুন লড়াইযে কৌস্তভ বাগচি|

সরকার বিরোধী লড়াইয়ে আরও এক ধাপ কৌস্তভের। আজ থেকেই শুরু নতুন লড়াই। তৃণমূলকে উৎখাত না করা পর্যন্ত চুল রাখবেন না বলে গতকালই সংকল্প করেছিলেন কংগ্রেসের এই আইনজীবী নেতা। রাত গড়াতেই সেই সংকল্প এখন আরও দৃঢ়। আজই ছুটে যাচ্ছেন ডিএ-র ধরনামঞ্চে। এবার থেকে সরকার বিরোধী সব লড়াইয়েই অগ্রণী ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে স্পষ্ট বার্তা যুব কংগ্রেসের এই দাপুটে নেতার।

Advertisment

অধীরকাণ্ডে সুর চড়িয়েই রেখেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। 'মুখ্যমন্ত্রী আমাকে ভয় পাচ্ছেন, ইয়ে ডর হামে আচ্ছা লাগা', রবিবার সকালে ব্যারাকপুরের বাড়িতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার এমনই বললেন দাপুটে এই কংগ্রেস নেতা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় শনিবার ভোররাতে তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সকালে গ্রেফতারের পর অব্শ্য বিকেলেই মিলেছে জামিন। তবে আদালত থেকে বেরিয়েই মস্তকমুণ্ডন কংগ্রেসের আইনজীবী নেতার।

আরও পড়ুন- দস্যু রত্নাকরের বাল্মিকী হয়ে ওঠার গল্প, চোয়াল শক্ত রেখে বাঁচার লড়াই বাহাত্তরের ‘তরুণের’

দাবি থেকে একচুলও সরছেন না কৌস্তভ। মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাইলে তিনি তাঁর পা ধরে ক্ষমা চাইবেন তিনিও, রবিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের একবার এমনই বলেছেন কংগ্রেসের এই যুব নেতা।

রবিবার ঠিক কী বলেছেন কৌস্তভ?

এদিন তিনি বলেন, 'সরকার বিরোধী লড়াইয়ে এবার আরও বেশি সামিল হব। মাতৃসমা মুখ্যমন্ত্রী পুত্রসম কৌস্তভকে ভয় পেয়েছেন। ইয়ে ডর হামে আচ্ছা লাগা। মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করতেই হবে। অধীর চৌধুরী সকালে ফোন করেছিলেন। বলেছেন তোমার জন্য গর্ব বোধ করি। কংগ্রেসের অনেক নেতাই ফোন করেছিলেন। আজ ডিএ-র ধরনা মঞ্চে যাব। মমতা ব্যানার্জিকেতে উৎখাত না করা পর্যন্ত চুল রাখব না।'

আরও পড়ুন- Adenovirus:আরও চওড়া ভাইরাসের থাবা! ভোররাতে বিসি রায়ে মৃত্যু আরও দুই শিশুর

এদিকে, কৌস্তভ বাগচির এই তৃণমূল-সরকার বিরোধী লড়াইকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'তৃণমূল বা মমতা ব্যানার্জিকে সরানোর জন্য কংগ্রেসের একটি ছেলে তো কমপক্ষে শপথ নিয়েছে। কংগ্রেসের বাকি কোনও নেতাকে তো দেখাই যায় না। বাকি কংগ্রেস নেতারা তো কোনও সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় দাঁড়ান।'

Mamata Banerjee CONGRESS koustav bagchi tmc
Advertisment