Advertisment

koustav bagchi: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ, লোকসভা নির্বাচনের আগেই কী গেরুয়া শিবিরে? জোর জল্পনা!

শেষমেশ কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচি।

author-image
Joyprakash Das
New Update
congress leader koustav bagchi left congress

কৌস্তভ বাগচি।

Koustav Bagchi Left congress: শেষমেশ কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচি। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি। তুলোধোনা করেছেন কংগ্রেসের রাজ্য থেকে সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলের প্রতি কংগ্রেস হাইকমান্ডের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন। এরই পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কৌস্তভের।

Advertisment

কৌস্তভ বাগচি পদত্যাগ পত্র পাঠিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে। দলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন। চিঠিতে কৌস্তুভ লিখেছেন, ' ১৪ বছর বয়সে হাফপ্যান্ট পড়ার সময় ব্যারাকপুরের কংগ্রেস কার্যালয়ে যেতাম। তখন আমাকে সবাই বাচ্চা কংগ্রেস বলে ডাকতো। কংগ্রেস সেবাদল দিয়ে রাজনীতি শুরু করেছি। তারপর ছাত্র পরিষদ, যুব কংগ্রেসও করেছি। আমি সব সময় দল ও দলের কর্মীদের জন্য কাজ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছি। আমাকে পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছি। গ্রেফতার হয়েছি। বগটুই থেকে সন্দেশখালি নানা ক্ষেত্রে রাজ্যের মানুষের ওপর অত্যাচার করছে তৃণমূল। শুধু তাই নয় এরাজ্যে কংগ্রেস সংগঠনকে ভেঙে চলেছে তৃণমূল।'

আরও পড়ুন : < Nawsad Siddique: মুক্তি পেয়েই গর্জে উঠলেন নওশাদ, গ্রেফতারি অবৈধ? কী জানালেন বিধায়ক? >

তাদের সঙ্গেই কংগ্রেসের সখ্যতা মানা সম্ভব নয় বলে জানিয়েছেন কৌস্তভ। তাঁর কথায়, 'কংগ্রেস রাজনৈতিক সত্ত্বা হারিয়েছে।' এর আগে সনিয়া গান্ধি ও রাহুলের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসিমুখের ছবি দেখে সমালোচনা করতে ছাড়েননি কৌস্তুভ। তাঁকে কংগ্রেসের মুখপাত্র পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসেের ভূমিকা নিয়েও বারে বারে প্রশ্ন তুলেছেন কৌস্তভ।

কৌস্তভের কংগ্রেস ছাড়া প্রসঙ্গে দলের প্রদেশ মুখপাত্র সৌম্য আইচ বলেছেন, 'ওঁর দু'টো হাত ছাড়াও একটা অজুহাত রয়েছে। সেটাই এখন দিচ্ছেন উনি। আসলে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে কালিমালীপ্ত করার চেষ্টা করছেন কৌস্তভ বাগচি।'

কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কৌস্তুভের ঘনিষ্ঠতা বেড়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। পাশাপাশি নানা ইস্যুতে পদযাত্রা করেছেন শুভেন্দু ও কৌস্তুভ। শুধু তাই নয়, কৌস্তভের পারিবারিক পুজোর অনুষ্ঠানেও হাজির হয়েছেন বিরোধী দলনেতা। ক্রমাগত শুভেন্দু ঘনিষ্ঠতার কারণে জল্পনা ছড়িয়েছিল তাহলে কৌস্তুভ বাগচি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? তিনি মাথা ন্যাড়া করে প্রতিজ্ঞা করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনমুক্ত না করে মাথায় চুল রাখবেন না। তখন প্রশ্ন উঠেছিল কংগ্রেসের পক্ষে কি মমতা সরকারকে হঠানো সম্ভব? আপাতত কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন তিনি। এবার কৌস্তভ কোন দলে যোগ দেন, সেদিকে লক্ষ্য রাজনৈতিক মহলের।

bjp CONGRESS koustav bagchi
Advertisment