Woman MP Attacked Delhi: মর্নিং ওয়াকের সময় ভয়ঙ্কর হামলা, তারকা সাংসদের সোনার হার চুরি! নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ

Woman MP Attacked Delhi: মর্নিং ওয়াকের সময় খোদ সাংসদের গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তুমুল শোরগোল দিল্লিতে। নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ

Woman MP Attacked Delhi: মর্নিং ওয়াকের সময় খোদ সাংসদের গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তুমুল শোরগোল দিল্লিতে। নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ

author-image
IE Bangla Web Desk
New Update
gold chain snatch AI image

প্রতীকী ছবি

Woman MP Attacked Delhi: মর্নিং ওয়াকের সময় তারকা সাংসদের সোনার হার চুরি! অমিত শাহকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ। 

Advertisment

মর্নিং ওয়াকের সময় খোদ সাংসদের গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় তুমুল শোরগোল দিল্লিতে। দিল্লির চাণক্যপুরীতে সোনার চেইন ছিনতাইয়ের শিকার কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণন। এই ঘটনার পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দ্রুত পদক্ষেপের দাবি জানান।

তামিলনাড়ুর মায়িলাদুথুরাই লোকসভার সাংসদ তথা কংগ্রেস নেত্রী বর্তমানে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন। সোমবার সকালে তিনি ডিএমকে সাংসদ রাজাথি-র সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ঠিক তখনই ঘটে এই ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা। 

Advertisment

সুধা রামকৃষ্ণনের অভিযোগ, সকাল ৬:১৫ থেকে ৬:২০-র মধ্যে, পোল্যান্ড দূতাবাসের ৩ ও ৪ নম্বর গেটের কাছে, হেলমেট পরিহিত এক ব্যক্তি স্কুটিতে চেপে উলটো দিক থেকে এসে তাঁর গলার সোনার চেইন ছিনিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, “ওই ব্যক্তি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসায় সন্দেহ হয়নি। হঠাৎই সে এসে আমার গলা থেকে চেইন টেনে নেয়। এতে আমার গলায় আঘাত লাগে এবং জামা ছিঁড়ে যায়। কোনক্রমে নিজেকে সামলে ফেলি এবং আমরা দু’জনে সাহায্যের জন্য চিৎকার করি,”। 

‘হাই সিকিউরিটি জোনে এই ঘটনা হতবাক করেছে ’ — কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে

অমিত শাহকে লেখা চিঠিতে তিনি লেখেন —“দেশের রাজধানীতে দূতাবাস ও সরকারি বাসভবনে ঘেরা উচ্চ নিরাপত্তা বলয়ে এমন একটি ঘটনা, মহিলা সাংসদের ওপর আক্রমণের ঘটনা আমাকে অবাক করেছে।”তিনি আরও বলেন —“আমি গলায় আঘাত পেয়েছি, সোনার চেইন ছিনতাই হয়েছে। মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছি। দ্রুত তদন্ত করে দোষীকে গ্রেফতার করা হোক ও আমার চেইন ফিরিয়ে দেওয়া হোক।”

রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?

amit shah delhi MP