West Bengal government DA case:সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের DA মামলার শুনানি। তবে এই মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে দেশের সর্বোচ্চ আদালত। প্রয়োজনে এই মামলার প্রত্যেকদিন শুনানি হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি শুরু।
আজ সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি ছিল। আগের শুনানিতে মহার্ঘ্যভাতা বাবদ বকেয়া ২৫ শতাংশ টাকা সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্য সরকারের তরফে ওই সময়ের মধ্যে বকেয়া থাকা DA-র টাকা মেটানো সম্ভব হয়নি। রাজ্য আরও কিছুটা সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল।
শীর্ষ আদালতে আজ DA মামলার শুনানি ছিল। তবে আজ সেই শুনানি হয়নি, তা পিছিয়ে গিয়েছে। "পুজোর অনুদানের টাকা বাড়াচ্ছে রাজ্য, অথচ কর্মীদের DA-এর টাকার অভাব কেন?" প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীর। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, "হাইকোর্ট বা ট্রাইবুন্যাল টাকার অঙ্ক নির্দিষ্ট করেনি। সেটা করতে গেলে আরও সময় প্রয়োজন রয়েছে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: রাজনীতির জগতে নক্ষত্র পতন! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন
উভয় পক্ষের বক্তব্য শোনার পর, সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। আজ শুনানি না হলেও প্রয়োজনে প্রতিদিন শুনানি করে মামলার নিষ্পত্তি করা হবে বলে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের DA মামলার শুনানি শুরু।
আরও পড়ুন-Post Office: 'মালামাল স্কিম' Post Office-এর! মাসে মাত্র এই টাকা জমালেই বিপুল রিটার্ন!
উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে মহার্ঘ্যভাতার ফারাক রয়েছে ৩৭ শতাংশ। ১৮ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ডিএ পান ৫৫ শতাংশ হারে।
এদিকে কলকাতা শহরে লাগাতার DA নিয়ে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। সুপ্রিম কোর্টের এই অবস্থানের পর সোমবার হতাশ আন্দোলনকারীরা।
আরও পড়ুন-Kankalitala: সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!
এদিন এক DA আন্দোলনকারী বলেন, "আদালত পূর্ণাঙ্গ শুনানির কথা বলেছে, তবে আমরা আশা করেছিলাম আজকেই মামলাটির কিছু একটা নিষ্পত্তি হবে। এই বিষয়টায় অনেকটা দেরি হয়ে গেছে, এখন আরও দেরি হচ্ছে। এটা আমাদের জন্য তো বটেই এমনকী পেনশন হোল্ডারদের জন্য বিরাট অসুবিধা সৃষ্টি করছে। ন্যায্য হারে DA মেলাটা তো আমাদের অধিকার।"