Congress-TMC: সর্বভারতীয় ক্ষেত্রে I.N.D.I.A জোটে শরিক থাকলেও এরাজ্যের প্রেক্ষাপটে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট করে তৃণমূল (TMC) চলবে না, দিন কয়েক আগেই তা স্পষ্ট করে দিয়েঠেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মনোভাবে বেজায় অসন্তুষ্ট তৃণমূলনেত্রী। তবে মমতা ক্ষুব্ধ হলেও এখনও তাঁর মান ভাঙাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। জল্পনার মাঝেই তৃণমূল সুপ্রিমোকে ফোন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)।
রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) বেড়িয়েছেন। গতকালই তাঁর ন্যায়যাত্রা ঢুকেছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাহুল গান্ধীর কর্মসূচি নিয়ে তাঁকে আগেভাগে কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি। শুধু তাই নয়, আসন্ন লোকসভা ভোটে তাঁর দলও যে একক শক্তিতেই এরাজ্যে লড়বে তা আরও একবার স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে এরই মাঝে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া জোট অসম্ভব। এবার তৃণমূলনেত্রীকে সরাসরি ফোন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।
আরও পড়ুন- Padma Awards 2024:পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, বাংলা থেকেই পদ্ম সম্মান পেলেন আরও কে কে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মল্লিকার্জুন খাড়গের ফোনে কথোপকথনের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বর্ষীয়ান কংসগ্রে নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, "কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। একটা পথ আমরা খুঁজে বের করবই। বাংলা তথা গোটা দেশ থেকে আমরা বিজেপিকে হারাতে চাই। এটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়ও।"
উল্লেখ্য, অসম থেকে বৃহস্পতিবারই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকেছে। আগামী কয়েকদিন বাংলায় রাহুল গান্ধীর একাধিক কর্মসূচি রয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চান মমতা বন্দ্যোপাধ্যায় অল্প সময়ের জন্য হলেও রাহুল গান্ধীর সঙ্গে একই কর্মসূচিতে অংশ নিন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ফোনে তৃণমূল সুপ্রিমোকে সেই অনুরোধই জানিয়েছেন।