New Delhi Railway Station Stampede: নিহতের প্রকৃত সংখ্যা সামনে আনুন সরকার, দাবি কংগ্রেসের, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব কুণাল

New Delhi Railway Station Stampede: নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় কংগ্রেস নেতারা মোদী সরকারের বিরুদ্ধে মহাকুম্ভের আয়োজনে চরম অবহেলার অভিযোগ তুলেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
New Delhi Railway Station Stampede

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ঘটনার যাবতীয় দায় নিয়ে সরাসরি রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। Photograph: (ফাইল ছবি)

New Delhi Railway Station Stampede: নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায়  কংগ্রেস নেতারা মোদী সরকারের বিরুদ্ধে মহাকুম্ভের আয়োজনে চরম অবহেলার অভিযোগ তুলেছেন। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে এবং কেসি ভেনুগোপাল, সকলেই এই বিষয়ে কেন্দ্রের উদাসীনতাকে দায়ি করেছেন। পাশাপাশি মৃত্যুর সঠিক পরিসংখ্যান সর্বসমক্ষে আনারও দাবি জানানো হয়েছে। 

Advertisment

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল গতকালের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লিখেছেন, 'নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক।' যে ছবি সামনে উঠে এসেছে তা ভয়াবহ। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কেন্দ্রীয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে থাকা রাজধানীতে এই ধরনের দুর্ঘটনা প্রমাণ করে যে সরকার কেবল জনসংযোগ করতে সক্ষম; প্রকৃত ব্যবস্থাপনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ভেনুগোপাল বলেন, 'আমরা কবে সঠিক মৃত এবং আহতদের সঠিক পরিসংখ্যান জানতে পারব?' ভিড় নিয়ন্ত্রণের জন্য কেন ব্যবস্থা নেওয়া হয়নি? যখন জানা ছিল যে মহাকুম্ভের সময় এত ভিড় হবে, তখন রেল কেন বিশেষ ট্রেন চালায়নি'।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, কেন দুর্ঘটনার পর টোল-ফ্রি ফোন নম্বর জারি করা হয়নি? যেখানে মানুষ  নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে তথ্য পেতে পারেন? কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যেভাবে নয়াদিল্লি স্টেশনে মৃত্যুর ঘটনায় নরেন্দ্র মোদী সরকারের সত্য গোপন করার চেষ্টা চালাচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমরা দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা ঘোষণা করা হোক এবং নিখোঁজদের পরিচয়ও নিশ্চিত করা হোক। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'। 

'চোখের সামনে এত মৃত্যু, রাতের খাবারও খেতে পারিনি'... ! মর্মান্তিক পরিণতিতে বুক কেঁপে উঠবে

Advertisment

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, 'নয়াদিল্লি রেলস্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশুসহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক।' মৃতদের আত্মার শান্তি কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'।
 
লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, 'নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হওয়ার ফলে বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।' আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি লিখেছেন, 'এই ঘটনা আবারও রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা তুলে ধরে।' প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আগমন বিবেচনা করে, স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল। সরকার ও প্রশাসনের উচিত এটা নিশ্চিত করা যে অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে কাউকে যাতে প্রাণ হারাতে না হয়।

এদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ ঘটনার যাবতীয় দায় নিয়ে সরাসরি রেলমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। 

New Delhi Mahakumbh Stampede