Advertisment

Vegetable Price Hike: অগ্নিমূল্য বাজার! পুজোর আগে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্ত বাঙালির

Vegetable Price Hike: বৃষ্টির কারণে এমনিতেই ফলন নষ্ট হওয়ায় জোগানের চাহিদা বৃদ্ধির কারণে আনাজের আকাশছোঁয়া দাম। সেই সঙ্গে পরিবহন খরচ আগের থেকে বেড়েছে অনেকটাই। উৎসব আবহে পাহাড় থেকে সমতল অগ্নিমূল্য বাজার।

author-image
IE Bangla Web Desk
New Update
veg price hike

Vegetable Price Hike: পুজোর মুখে ফের নিন্মচাপের ভ্রুকুটি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পুর্বাভাস রয়েছে পাহাড়েও। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। তারই আঁচ পড়েছে সবজি বাজারে। বৃষ্টি জেরে আনাজ বাজার কার্যত 'আগুন'। মূল্যবৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। সবজীর দাম শুনে রীতিমত 'ছ্যাঁকা' খাওয়ার জো! যার জেরে দম ছুটেছে সাধারণের। বৃষ্টির কারণে বিঘের পর বিঘের জমির আনাজ নষ্টের কারণেই আনাজের দর একেবারে উর্ধ্বমুখী। ফলে গভীর সংকটে মধ্যবিত্তরা।  

Advertisment

বৃষ্টির কারণে এমনিতেই ফলন নষ্ট হওয়ায় জোগানের চাহিদা বৃদ্ধির কারণে আনাজের আকাশছোঁয়া দাম। সেই সঙ্গে পরিবহন খরচ আগের থেকে বেড়েছে অনেকটাই। উৎসব আবহে পাহাড় থেকে সমতল অগ্নিমূল্য বাজার। ত্রাহি ত্রাহি রব উঠেছে মধ্যবিত্ত বাঙালির। জ্বলছে বঙ্গের আনাজ-বাজার। এক ধাক্কায় আনাজের দাম বেড়েছে অনেকটাই। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ায় হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

দুরন্ত থিমে নজর কাড়তে তৈরি ৬৬ পল্লী, শিল্পভাবনার অপরূপ চমক মুগ্ধ করবেই

পুজোর সময় ফি-বছরই বাজারের দাম  কিছুটা চড়া থাকে। তবে এবার তা রেকর্ড করেছে। যদিও এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে অতিবর্ষণকে দুষছেন আনাজ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, পরিবহন খরচ বেড়েছে অনেকটাই, সেই সঙ্গে নাগাড়ে বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়েছে, তাই ‘আগুন’ লেগেছে বাজারে। ব্যবসায়ীরা অগ্নিমূল্য বাজারের আরেকটি কারণ হিসাবে দেখিয়েছেন উৎসব আবহে রাস্তায় 'চাঁদার জুলুম'। অন্যসময় একগাড়ি আনাজ পরিবহনের খরচ যেখানে থাকে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে এখন তা বেড়ে হয়েছে ৫ থেকে ৬ টাকার কাছাকাছি। এসবের মাশুলও গুনতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারকে। কলকাতার পাশাপাশি দুই ২৪পরগনা, হাওড়া, হুগলির বিভিন্ন বাজারের চিত্রটাও একই। দুর্গাপুজোর আগে পটল, সিম, বেগুন, বিনস, ভেন্ডির দাম যা ছিল এখন তা বেড়েছে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা। কোথাও আবার ২০ টাকা।

এই পুজো শুরুর নেপথ্যে ছিলেন সম্রাট শেরশাহ, স্বপ্নাদেশে মা দুর্গার আরাধনা শুরু এবাড়িতে

কলকাতা বিভিন্ন বাজারের ছবিও এক। শশা বিকোচ্ছে ৬০ টাকা দরে, আলু ৩০ থেকে ৩৫ টাকা  বেগুন ৮০ টাকা, রসুন ৩৫০ টাকা, পিঁয়াজ ৭০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি,  ফুলকপি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুজোতে আরও দাম বাড়তে পারে বলেই  ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং মাছ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। এভাবে দিনের পর দিন সবজি বাজারে দাম বাড়ায় কিভাবে পেট চলবে তা ভেবেই পুজোর মরশুমেও কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত বাঙালির। আনাজের পাশাপাশি অগ্নিমূল্য ফলের বাজার।

vegetables vegetable price hike
Advertisment