Jamini Roy Painting Exhibition Kolkata: খ্যাতনামা চিত্রশিল্পী যামিনী রায়ের চিত্রপ্রদর্শনী নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। বুধবার এই চিত্র প্রদর্শনী শেষ হয়েছে। পার্কস্ট্রিট সংলগ্ল মিডলটন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজক, সংগ্রাহক কমল পারেখ। মঙ্গলবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে শিল্প গবেষক ও চিত্রশিল্পীরা এই চিত্র প্রদর্শন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। এই আলোচনা সভায় হাজির ছিলেন প্রণবরঞ্জন রায়, মৃণাল ঘোষ, হিরণ মিত্র, ছত্রপতি দত্ত, পার্থ রায়, সপ্তর্ষি ঘোষ-সহ বিশিষ্টরা। সভা থেকে সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পত্র দেওয়া হয়। পাশাপাশি বুধবার ওই প্রদর্শনী নিয়ে শেক্সপিয়র সরণি থানায় ডায়েরি করা হয়েছে। এদিকে আয়োজক কমল পারেখ দাবি করেছেন, 'আমার প্রদর্শনীতে যামিনী রায়ের কোনও ছবি ভুয়ো নয়। মিথ্যা সমালোচনা করা হচ্ছে।'
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সভাঘরের বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখির কাছে আবেদন জানানো হয়েছে। শিল্পী ও গবেষকদের আলোচনায় উঠে এসেছে, ৫২ বছর আগে যামিনী রায়ের মৃত্যু হয়েছে। কিন্তু, গত ৫২ বছরে এই ছবিগুলো কোথাও দেখা যায়নি। শুধু তাই নয়। গ্র্যান্ডে যে প্রদর্শনীর কথা বলা হয়েছে, তার রেকর্ড খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পাশাপাশি প্রদর্শনীর নানা ছবি নিয়েও চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সেক্ষেত্রে কোনও ছবির লাইন, রং, কোনও ক্ষেত্রে আবার একই ধরনের ছবি হলেও কিছু কিছু ছবির ক্যারেক্টার মিশিং। কোনও ছবিতে বাইজেন্টাইন মোজাইক উধাও। ডার্ক ব্যাকগ্রাউন্ডের ওপর উজ্জ্বল রঙের ছোট ছোট তুলির অসম ছাপ এবং ছোপ নিয়ে চিত্রপট ভরিয়ে তুলতেন যামিনী রায়। তা-ও এই প্রদর্শনীর ছবিতে দেখা মিলছে না। বাঁশের চাটাইয়ের কাজে ফ্ল্যাট রং কখনও ব্যবহার করেননি যামিনী রায়।
প্রবীণ শিল্প গবেষক প্রণবরঞ্জন রায় বলেন, 'যামিনী রায়ের ছবি হিসেবে গ্রহণ করতে আমাদের কোথায় বাধা আছে? যামিনী রায়ের ছবির চরিত্রের বৈশিষ্ট্যের সঙ্গে এখানকার অনেকগুলো ছবি মেলে না। অনেকগুলো ছবি আবার যামিনী রায়ের ছবির চরিত্রের বিরুদ্ধে যায়। অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে অনুরোধ, ছবিগুলো পরীক্ষা করে দেখুক, আদৌ যামিনী রায়ের কিনা। যামিনী রায়ের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়। তাঁর ছবি কি না, সেই সন্দেহ দূর করা দরকার।' চিত্রশিল্পী হিরণ মিত্র বলেন, '৬২ সাল থেকে যামিনী রায়ের বাড়িতে গিয়েছি। ইংল্যান্ড, আমেরিকাতেও শিল্পীর ছবি দেখেছি। যামিনীবাবুর কাজ অথেন্টিক করা কঠিন।'
<আরও পড়ুন- Expenditure Survey: কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন, সব হিসেব রাখছে সরকার, বিজেপিশাসিতরাজ্যগুলোর অবস্থাটা জানেন?>
মিডলটন আর্ট গ্যালারিতে যামিনী রায়ের চিত্র প্রদর্শনী নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। বুধবার ছত্রপতি দত্ত, সৌমিক চক্রবর্তী, অঞ্জন সেন, সপ্তর্ষি ঘোষ-সহ অন্যরা শেক্সপিয়র সরণি থানায় এই প্রদর্শনীর বিরুদ্ধে ডায়েরি করেছেন। তাতে বলা হয়েছে, 'ওই চিত্র প্রদর্শনীকে ঘিরে শিল্পী মহলে, বিশিষ্ট শিল্প গবেষক এবং বিশিষ্ট শিল্পীদের মধ্যে প্রদর্শিত প্রয়াত যামিনী রায়ের নামাঙ্কিত চিত্র কর্মগুলোর সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। যামিনী রায় জাতীয় শিল্পী ও যামিনী রায়ের শিল্পকর্ম রাষ্ট্রের জাতীয় সম্পত্তি। জাতীয় শিল্পীর যে কোনও ধরনের অবমাননা জাতীয় লজ্জা।' প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে ডায়েরিতে।
১২ ফেব্রুয়ারি থেকে আজ, বুধবার পর্যন্ত মিডলটন আর্ট গ্যালারিতে যামিনী রায়ের চিত্র প্রদর্শনী চলেছে। এই প্রদর্শনীর আয়োজক কমল পারেখ বলেন, 'আমি যামিনী রায়ের ছবিগুলো নানা জায়গা থেকে সংগ্রহ করেছি। ১৯৯৩ সালে গ্র্যান্ড হোটেলে প্রদর্শনী হয়েছিল। সেখান থেকেও যামিনী রায়ের দুটো পেইন্টিং সংগ্রহ করেছি। প্রতিটি ছবির অথেন্টিকেশন ও এফিডেভিট আমার কাছে আছে। কোনও ছবিই ভুয়ো নয়। এই ছবিগুলো আমি বিক্রি করব না। শুধু প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। যামিনী রায়ের ৮০-৯০টা ছবি আমার কাছে আছে। এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলে শুনছি। শিল্পীদের একাংশ হয়তো রেগে গিয়ে এমন বলছেন।'