Advertisment

Manik Bhattacharya: কাঞ্চনের পর এবার মানিক, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের মেডিক্যাল বিল নিয়ে বিতর্ক

TMC MLA Manik Bhattacharya: ফের চর্চায় নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সম্প্রতি বেশ কয়েকটি মেডিক্যাল বিল তিনি বিধানসভায় জমা দিয়েছেন বলে খবর ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Manik Bhattacharya,Manik Bhattacharyas medical bill,recruitment scam,west bengal news,মানিক ভট্টাচার্য মেডিক্যাল বিল,পশ্চিমবঙ্গের খবর

Kanchan Mullick & Manik Bhattacharya: কাঞ্চন মল্লিক ও মানিক ভট্টাচার্য।

Controversy over Tmc MLA Manik Bhattacharyas medical bill: সম্প্রতি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) মেডিকেল বিল নিয়ে জোরদার চর্চা ছড়ায়। লক্ষ-লক্ষ টাকার সেই বিল কাঞ্চন বিধানসভায় জমা দিয়েছিলেন বলে দাবি ওঠে। এবার আর এক তৃণমূল বিধায়কের মেডিকেল বিল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এমনকী সেই বিল সম্পর্কে বিশদে জানতে আলাদা বৈঠকে পর্যন্ত বসতে হয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে, এমনই খবর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Advertisment

নদিয়ার পলাশপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে দীর্ঘদিন জেলে কাটিয়েছিলেন মানিক। তবে এখন তিনি জামিনে মুক্ত। সম্প্রতি মানিক ভট্টাচার্য তাঁর বেশ কয়েকটি মেডিকেল বিল রাজ্য বিধানসভায় জমা করেছেন বলে জানা গিয়েছে। সেই সমস্ত বিলের একটি তাঁর জেল হাজতে থাকাকালীন সময়ের বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। মানিক ভট্টাচার্যের সেই মেডিকেল বিল জমা হওয়ার পরপরই নাকি বিষয়টি নিয়ে তৎপরতা নেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্যের সেই মেডিক্যাল বিল সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারের সঙ্গে বৈঠক করেছেন। এই প্রেসিডেন্সি জেলেই বন্দি ছিলেন মানিক ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় যে কয়টি বিল তিনি জমা করেছেন তার মধ্যে একটি বিল তাঁর জেল হাজতে থাকাকালীন সময়ের। সেই বিলটি নিয়েই প্রেসিডেন্সি জেলের সুপারের সঙ্গে কথা বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: CBI তদন্তে অসঙ্গতির দাবি, আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার

Advertisment

স্বাভাবিকভাবে কোনও বন্দি জেলে থাকাকালীন অসুস্থ হলে তাঁর চিকিৎসার যাবতীয় দায়ভার জেল কর্তৃপক্ষের। আর তাই জেলে থাকাকালীন মানিক ভট্টাচার্যের মেডিক্যাল সংক্রান্ত বিলের খরচ রাজ্য বিধানসভা কেন দেবে? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- Gangasagar Mela 2025:মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে চান? কীভাবে যাবেন গঙ্গাসাগরে? রইল সব হালহদিশ

Bangla News Manik Bhattacharya news of west bengal news in west bengal Bengali News Today Recruitment Scam
Advertisment