Gangasagar Mela 2025: কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর (Gangasagar) একবার! গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) একেবারে দোরগোড়ায়। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের গঙ্গাসাগর মেলা। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্যস্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার নিরাপত্তার দারুণ কড়াকড়ি চোখে পড়ছে। আপনিও যেতে চান এই গঙ্গাসাগর মেলায়? কলকাতার দিক থেকে গঙ্গাসাগরে কীভাবে যাবেন? রেল বা সড়কপথে গঙ্গাসাগর যাওয়ার দারুণ রুট জেনে নিন।
প্রতি বছর সাগরদ্বীপে (Sagardwip) গঙ্গাসাগর মেলায় লক্ষ-লক্ষ পুণ্যার্থীর জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জামান সাগরদ্বীপের এই বেলাভূমিতে। কপিলমুনির আশ্রমে (Kapilmuni Ashram) পুজো দিয়ে সারেন গঙ্গাস্নান। সাগরমেলা শুরুর আগে থেকে এবারও সেখানে ভিড় জমাতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীরা। ভিড় বাড়ছে অন্য পুণ্যার্থীদেরও। গঙ্গাসাগর মেলার আয়োজনে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে।
গঙ্গাসাগরে যেতে চান আপনিও? কলকাতার দিক থেকে রেলপথে কীভাবে যাবেন গঙ্গাসাগরে?
ট্রেনে যেতে চাইলে আপনাকে পৌঁছে যেতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে। সেখান থেকে আপনি নামখানা লোকাল ধরুন। সেই ট্রেনে পৌঁছে যেতে পারেন একেবারে শেষ স্টেশন নামখানা কিংবা তারও কিছুটা আগে কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপে নামলে স্টেশনের কাছ থেকেই পেয়ে যাবেন অটো-টোটো কিংবা মোটরভ্যান। সেই ছোট গাড়ি আপনাকে পৌঁছে দেবে লট-৮-এর ঘাটে। এই লট-৮ ঘাট থেকে আপনাকে নদী পেরোতে হবে। নদীর ওপারে কচুবেড়িয়ায় নামুন। সেখান থেকে ফের অটো-টোটো,বাস কিংবা অন্যান্য ছোট গাড়ি পেয়ে যাবেন গঙ্গাসাগরে পৌঁছোতে। এছাড়া নামখানা স্টেশনে নেমেও আপনি গঙ্গাসাগরে যেতে পারেন।
আরও পড়ুন- Tiger Scare in Kultali: ফের অবস্থান বদল রয়্যাল বেঙ্গলের, জালের কাছে শার্দূলের পায়ের ছাপ, মৈপীঠে চলছে 'বাঘবন্দি' খেলা
কলকাতার দিক থেকে সড়কপথে কীভাবে পৌঁছোবেন গঙ্গাসাগরে?
কলকাতা থেকে বাস, ট্যাক্সি কিংবা অন্য ছোট গাড়িতে প্রায় ১৪০ কিলোমিটার দূরের গঙ্গাসাগরে পৌঁছতে আপনার সময় লাগতে পারে ঘন্টা চারেকের মতো। কলকাতার দিক থেকে গেলে আপনি ডায়মন্ড হারবার রোড ধরুন। এসপ্ল্যানেড থেকে আপনি বাসও পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে একেবারে কাকদ্বীপের হারউড পয়েন্ট বা লট-৮-এর ঘাটে পৌঁছোতে হবে। ছোট গাড়ি বা প্রাইভেট গাড়ি নিয়ে গেলে এখানে গাড়ি রেখে যাওয়ার ব্যবস্থা আছে। আবার ভেসেলেও গাড়ি নিয়ে নদী পেরোতে পারেন। নদীর ওপারের কচুবেড়িয়ায় নামুন। সেখান থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য আলাদা গাড়ি পাবেন।
আরও পড়ুন- West Bengal News Live Updates: OBC শংসাপত্রের মামলার শুনানিও পিছোল সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়ই বহাল থাকছে