মনোনয়নপর্বের মতই পঞ্চায়েত ভোটের সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার। ভোট দেওয়ার ব্যালট বাক্সই ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। ঘটনাস্থল কোচবিহারের দিনহাটার ১৩০ নম্বর বুথ।
পুরো ঘটনা রাজ্য পুলিশের সামনেই হয়েছে। ছিল কেন্দ্রীয় বাহিনী। এরা সকলেই নির্বিকার। কেন্দ্রীয় বাহিনীর পাশে থাকা রাজ্য পুলিশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররা। তাঁদের অভিযোগ, 'পুলিশগুলো সব তো নীরব দর্শক। নামেই পুলিশ কেউ কিছু বলে না।' পাল্টা পুলিশকর্মীরা বলছেন, 'আমারা কিছু বলতে পারব না'।
আরও পড়ুন- Live: টেবিলে বোমা রেখে ভোট লুঠ আমডাঙায়, ১ ঘণ্টায় ভোট শেষ ইসলামপুরে
আরও পড়ুন- পঞ্চায়েত ভোট যেন কুরুক্ষেত্রের ময়দান, বারাসতে নির্দল সমর্থককে পিটিয়ে খুন
ঘটনা কি নির্বাচন কমিশনে জানানো হয়েছে ? দিনহাটার বুথে কি ভোট আদৌ শুরু করা যাবে ? এসব প্রশ্নেরও কোনও উত্তর মেলেনি। বিরোদীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ব্যালট বাক্স ভাঙচুর করেছে।
কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ। মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে। বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ।