Coochbehar TMC BJP News: উত্তপ্ত কোচবিহার! তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি। গুরুতর আহত ওই টিএমসি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোচবিহার (উত্তর) এর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক সুকুমার রায়ের ছেলে এবং তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝিনাইডাঙ্গা এলাকার কাছে কোচবিহার ব্লক-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে-র উপর হামলা চালানো হয়। এই হামলায় কোনও মতে প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গ এক ঊর্ধ্বতন পুলিশ কর্তার জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কোচবিহার (উত্তর) এর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক সুকুমার রায়ের ছেলে এবং তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে।
ওই কর্মকর্তার মতে, "আক্রমণে রাজু দে নামে ওই তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লেগেছে। দলীয় কর্মীরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।।আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।"
হামলাকারীরা, একটি কালো গাড়িতে এসেছিল, তারা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, বলেও জানিয়েছে ওই পুলিশ আধিকারিক। তিনি আরও বলেন, "বাজেয়াপ্ত করা গাড়িটি বিধায়ক সুকুমার রায়ের। এই ঘটনায় বিজেপি নেতার ছেলে এবং গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এমন প্রত্যক্ষদর্শী আছেন যারা ঘটনার সময় বিধায়কের ছেলেকে গাড়ির ভেতরে দেখেছিলেন। গোটা ঘটনার তদন্ত চলছে।" এদিকে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ঘটনার পর এক ভিডিও বার্তায় আহত ওই তৃণমূল নেতা বলেন, "কয়েক মাস আগে, স্থানীয়রা বিধায়কের বিরুদ্ধে এলাকায় কাজ না করার অভিযোগে বিক্ষোভ দেখায়। সেই সময়, বিধায়ককে একই গাড়িতে দেখা গিয়েছিল। গতকাল যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল তখনও সেই গাড়িটিকেই দেখা গিয়েছিল।"
গোটা ঘটনায় সুর চড়িয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে, " "হামলার পিছনে বিজেপির হাত রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বাংলার ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে কোচবিহারে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। যেহেতু জেলাটি বিজেপির হাত চলে গিয়েছে তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। নৃশংস, অর্থহীন হিংসার আশ্রয় নিয়েছে,"।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, “বিজেপি কোচবিহারে জনসমর্থন হারাচ্ছে বলেই পরিকল্পিতভাবে আমাদের নেতার উপর হামলা চালানো হয়েছে।” ‘এক্স’ হ্যান্ডেলে এক পোষ্টে দলের তরফে বলা হয়েছে, “আমাদের পঞ্চায়েত নেতাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে বিজেপি বিধায়কের ছেলেকে দেখা গিয়েছে।” বিজেপি বিধায়ক সুকুমার রায় এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “তৃণমূল কংগ্রেস পুলিশের সঙ্গে যোগসাজশ করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
আরও পড়ুন: নাড্ডার পর কে হচ্ছেন BJP-র সর্বভারতীয় সভাপতি? প্রকাশ্যে এই হেভিওয়েটের নাম