Advertisment

টানা ২ দিন রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট, মৃত ১৫

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ৭৫ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Covid 19 updates 9 july 2022

চলছে করোনা পরীক্ষা।

ফের বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৫০০ ছুঁইছুঁই। তবে, কোভিডে প্রাণহানির সংখ্যা কমেছে। বাড়ল পজিটিভিটি রেট। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এদিনও বাংলার শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Advertisment

স্বাস্থ্য দফতর প্রকাশিত রাজ্যের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৪৬৭ জন যা গতদিন ছিল ৪৩৯ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৪৭৫ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ১ হাজার ৩৬৭ জন। শতাংশের বিচারে সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা গত দিনের তুলনায় ৯১৫ জন কমে ৮ হাজার ৭৭৬ জন।

গত দিনের তুলনায় রাজ্যে কোভিড-১৯ পজিটিভিটি রেট সামান্য বেড়েছে। বর্তমানে বাংলায় কোভিড পজিটিভিটি রেটের হার ১.২৭ শতাংশ। যা গত দিন ছিল ১.১৮ শতাংশ।

আরও পড়ুন: সুস্থ হচ্ছে দেশ, রাজ্যে-রাজ্যে উঠে যাচ্ছে বিধি-নিষেধ

করোনায় এ রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮। মোট মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ৯৪ জন। মৃত্যু হার ১.০৫ শতাংশ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এই জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। এরপরই তালিকায় রয়েছে কলকাতা (আক্রান্ত-৬৩, মৃত­- ২), নদিয়া (আক্রান্ত- ৩৪, মৃত-৩), বাঁকুড়া (আক্রান্ত-২৯, মৃত-০), জলপাইগুড়ি (আক্রান্ত-২৬, মৃত-১)।

গত ২৪ ঘন্টায় বাংলায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৬৭৬ জনের। করোনা টিকা পেয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২৮৮ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২৮ হাজার ৫০৬ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯৩৮ জন।

Corona Bengal West Bengal Bengal Corona Corona in bengal Bengal Corona today corona Kolkata corona North 24 Pargana
Advertisment