রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল। এই নিয়ে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২। জানা গিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ৭৭ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি দিল্লি থেকে বাংলায় ফিরেছেন। তারপরই তিনি জ্বরে ভুগছিলেন। করোনার উপসর্গ দেখে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোয়াপ পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় ভেন্টিলেশন রেখে চিকিৎসা চলছে ওই বৃদ্ধের।
এদিকে, করোনায় রাজ্যে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। কোভিড-১৯ আক্রান্ত হয়ে রবিবার গভীর রাতে উত্তরববঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় এক মহিলার। বছর চুয়াল্লিশের ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। গত ২৬ মার্চ শ্বাসকষ্ট নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। তারপরই তাঁর করোনা পরীক্ষা হয়। জানা যায় মহিলা মারণ ভাইরাসে আক্রান্ত।
আরও পড়ুন: Live- ২১ দিনের লকডাউন আপাতত বাড়ছে না: কেন্দ্র
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃতার মেয়ে ও চিকিৎসক ইতিমধ্যেই হোম কোয়ান্টাইনে রয়েছেন। মহিলা বিদেশে না গেলেও দক্ষিণ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। ২০ তারিখের আগেই সেখান থেকে ফিরে আসেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন মহিলা। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই মহিলার সঙ্গে কাদের যোগাযোগ হয়েছিল তাও খুঁজে বার করার চেষ্টা চলছে।
প্রবল শ্বাসকষ্ট থাকায় করোনা আক্রান্ত ওই মহিলাকে রেসপিরেটরি সাপোর্টিভ কেয়ারে রাখা হয়েছিল। ক্রমেই তাঁর সব অঙ্গ বিকল হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত, রবিবার রাত দু'টো নাগাদ মহিলার মৃত্যু হয়। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দমদমের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।