Advertisment

করোনায় বিধ্বস্ত বাংলা, একদিনে মৃত ৪০, আক্রান্ত ২৩৪১

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭১৮।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

বাংলায় করোনার থাবার শক্তি বৃদ্ধি হয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭১৮। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৫৯৫। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৩৭২। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৭ হাজার ৭৫১ জন। রাজ্যে সুস্থতার হার ৬৪.২৯ শতাংশ।

আরও পড়ুন, বাংলায় সংক্রমণ লাফিয়ে বাড়লেও শয্যা বাড়ছে খুবই কম

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ১৬৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭০২), হাওড়া (২০১১), দক্ষিণ ২৪ পরগনা (১৪৬৯), হুগলি (৯৫২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ১৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ৫ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৪। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ২৩৯, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata coronavirus COVID-19
Advertisment