/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/coronavirus-lead.jpg)
বাংলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা
আনলক ওয়ান পর্যায়ে করোনাকে হারিয়ে কোভিড যুদ্ধে জেতার চিত্র দেখেছিল বাংলা। আশা জেগেছিল হয়তো করোনাকে নির্মূল করা যাবে। কিন্তু আশা নিভিয়ে বাংলায় ফের উর্ধমুখী করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৪০৪ জন। সংখ্যা নেহাত কম না হলেও আক্রান্তের বৃদ্ধি চিন্তা বাড়িয়ে তুলেছে রাজ্যে। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১১ হাজার ১৯৩ জন। রাজ্যে সুস্থতার হার ৬৪.৭৬ শতাংশ।
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষস্থান দখল করে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ৯৩৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৮৪), হাওড়া (৭১১), দক্ষিণ ২৪ পরগনা (৪৮৪), হুগলি (২৩৪)। জেলাগুলির মধ্যে ফের উত্তর ২৪ পরগণায় অনেকটা বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন, “তথ্য দেয়নি তৃণমূল সরকার, চাকরির সুবিধা থেকে বঞ্চিত বাংলার পরিযায়ীরা”
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ১০ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৭২, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত প্রায় ২০ হাজার।
দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫.২৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় এ দেশে ৪১০ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু হয়েছে ১৬,০৯৫ জনের। ভারতে এখন কোভিড-১৯ রোগীর সংখ্যা ২,০৩,০৫১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩,০৯,৭১৩ জন। ভারতে এক লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন এক সপ্তাহেরও কম সময়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন