Advertisment

করোনা রুখতে বাংলায় গোমূত্র পান, বিকোচ্ছে গোবরও

হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, করোনা, করোনা আতঙ্ক, করোনা কাঁপুনি, cow urine, গোমূত্র, গোবর, ডানকুনিতে গোমূত্র বিক্রি, coronavirus in west bengal, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস, করোনা আতঙ্ক বাংলায়, coronavirus live updates, মারণ ভাইরাস, করোনা ভাইরাস কলকাতা, coronavirus bengal, করোনা ভাইরাস কলকাতা

ডানকুনিতে গোমূত্র পান। ছবি: উত্তম দত্ত।

করোনা সংক্রমণ ঠেকাতে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। হিন্দু মহাসভার দেখানো পথে এবার হাঁটলেন বাংলার এক ব্যক্তি। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে গোবর ও গোমূত্রের দোকান খুলেছেন ডানকুনির শেখ মাবুদ আলি। করোনা আতঙ্কে মাবুদের দোকানে ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। মারণ ভাইরাস যাতে শরীরে ছুঁতে না পারে, সেজন্য মাবুদের দোকান থেকে গোমূত্র কিনে তা পান করেছেন অনেকে।

Advertisment

মাবুদের বাড়িতে দুটো গরু রয়েছে। হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন মাবুদ। চলছে গোবর, গোমূত্র বিক্রি। রীতিমতো পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ। তাঁর দোকানে গাইয়ের মূত্রের দাম ৪০০ টাকা প্রতি লিটার, বকনার মূত্রের দাম ৫০০ টাকা প্রতি লিটার। গোবর ৫০০ টাকা কেজি। জার্সি গরুর মূত্রের দাম লিটার প্রতি ৩০০ টাকা। জার্সি গরুর গোবরের দাম কেজি প্রতি ৩০০ টাকা। তবে দাম নিয়ে চাপাচাপি নেই, কারও কেনার আগ্রহ দেখালে ৩০০ টাকার গোমূত্র ২০০ টাকাতেও মিলছে।

আরও পড়ুন: করোনা কাঁপুনিতে পিছোতে পারে পুরভোট, স্থগিত বিধানসভার অধিবেশন

coronavirus, করোনাভাইরাস, করোনা, করোনা আতঙ্ক, করোনা কাঁপুনি, cow urine, গোমূত্র, গোবর, ডানকুনিতে গোমূত্র বিক্রি, coronavirus in west bengal, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস, করোনা আতঙ্ক বাংলায়, coronavirus live updates, মারণ ভাইরাস, করোনা ভাইরাস কলকাতা, coronavirus bengal, করোনা ভাইরাস কলকাতা বিকোচ্ছে গোমূত্র ও গোবর। ছবি: উত্তম দত্ত।

মাবুদের দুধের ব্যবসা। এ প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাঁকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। গরুদুটোর কিছুই আর ফেলা যাচ্ছে না, দুধ, গোবর, গোমূত্র সব বেচে দিচ্ছেন।

উল্লেখ্য, ক’দিন আগেই করোনা ভাইরাস ঠেকাতে রাজধানীতে গোমূত্র পার্টির আয়োজন করেছিল হিন্দু মহাসভা। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশে। আদৌ করোনা মোকাবিলায় গোমূত্র মহৌষধ কিনা তা প্রশ্নের মুখে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona
Advertisment