বাংলায় করোনায় মৃত বেড়ে ১৩৫, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১১৭

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ১১৭ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২,২৯০। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৭০২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ১১৭ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২,২৯০। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৭০২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

ছবি: পার্থ পাল।

বাংলায় বেড়েই চলেছে করোনার দাপট। বুধবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ১৩৮১। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ১১৭ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২,২৯০। রাজ্য় করোনা মুক্ত হয়েছেন ৭০২ জন। বাংলায় করোনায় মৃত বেড়ে হয়েছে ১৩৫, স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা, তার পরই রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি।

Advertisment

লকডাউনে ছাড় প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় মঙ্গলবার জানান, ”ধাপে ধাপে ছাড় দেওয়া হবে। প্রথম দফায় বুধবার থেকে ছাড় দেওয়া হবে। দ্বিতীয় দফায় ২১ মে থেকে”।

আগামী দিনে করোনা পরিস্থিতিতে রেড জোনভুক্ত এলাকার মধ্য়ে কীভাবে ছাড় দেওয়া হবে, তা নিয়ে নয়া পরিকল্পনার কথা জানান মমতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ''রেড জোনের মধ্য়েও তিনটি ভাগ করা হবে। রেড জোন এ, রেড জোন বি ও রেড জোন সি। রেড জোন এ এলাকাগুলিতে কোনও ছাড় নয়। রেড জোন বি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এখানে যেসব ক্ষেত্রে ছাড় দিলে কোনও সমস্য়া হবে না, সেগুলিতে ছাড় দেওয়া হবে। রেড জোন সি এলাকা হল কনটেনমেন্ট জোনের বাইরে ব্য়ারিকেড দেওয়া অংশ, সেখানে কিছু কিছু খোলা হবে। পুলিশ এটা দেখবে। ৩ দিনের মধ্য়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্য়াপারে”।

Advertisment

আরও পড়ুন: দুর্যোগের সময় দাঙ্গাবাজি! বিপর্যয় মোকাবিলা আইনে কঠোর শাস্তি দেওয়া হবে: মমতা

মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও জানিয়েছেন, ''২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। গ্রামীণ অর্থনীতিও ভেঙে পড়েছে। ১০০ দিনের কাজে জোর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা চাইলে ১০০ দিনের কাজ করতে পারবেন”। মমতা আরও বলেন, ”১০০টি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। বাইরে যাঁরা আছেন, তাঁদের ফেরানোর জন্য় এই পরিকল্পনা নেওয়া হয়েছে”।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন, মৃত ১২২। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৭৪ হাজার ২৮১ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৭ হাজার ৪৮০। করোনায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৩৮৫ জন। করোনার জেরে মৃত্যু হয়েছে মোট ২৪১৫ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus