Advertisment

করোনার প্রকোপ বাড়ছে বাংলায়, আক্রান্ত বেড়ে ৩৩৪

এই মুহূর্তে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন।  বাংলায় করোনায় মৃত্য়ু হয়েছে ১৫ জনের, এমনটাই জানিয়েছেন মুখ্য়সচিব রাজীব সিনহা।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েই চলেছে। এই মুহূর্তে রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন।  বাংলায় করোনায় মৃত্য়ু হয়েছে ১৫ জনের,  রাজ্য়ে করোনা মুক্ত হয়েছেন মোট ১০৩ জন, এমনটাই জানিয়েছেন মুখ্য়সচিব রাজীব সিনহা।

Advertisment

এদিকে, কেন্দ্রকে নিশানা করে বুধবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ”আমরা সাধ্য়মতো কাজ করার চেষ্টা করছি, কেউ কেউ বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। এদিকে, র‍্যাপিড টেস্টের কিট যা পাঠিয়েছিল, তা তুলে নিয়েছে। কারণ তা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে কার দোষ?” মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, ”তিন ধরনের কিটস হয়। র‍্যাপিড টেস্ট কিট, বিজিআই আরটিপিসিআর কিট-সবকিছুই ফেরত নিয়েছে কেন্দ্র। অ্যান্টিজেন কিটস বাংলায় পাওয়া যায় না। আমরা টেস্ট করিনি বলে মিথ্যে বলছিল, উত্তর কে দেবে? কেন্দ্রের কী পরিকল্পনা তা বোঝা যাচ্ছে না । আক্রান্ত প্রতি ২ সোয়াব কিট লাগে। দরকার ১৪ হাজারের বেশি কিট কিন্তু কেন্দ্র দিয়েছে ২,৫০০ কিট। সময়মতো টেস্ট করতে হবে, তাহলে এ অবস্থার জন্য় কে দোষী?”

আরও পড়ুন: ‘করোনায় মৃত্যুসংখ্যা হিসেব করার লোক নেই বাংলায়’, রাজ্যপালের নিশানায় মমতা

করোনা আবহে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের টুইট করা ভিডিও ঘিরে বিতর্ক। ”বাড়ির লোককে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোনও কিছু না জানিয়ে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং মৃতদেহর সৎকারও করে দেওয়া হয়েছে…”, একথা লিখে একটি ভিডিও টুইট করেছেন আসানসোলের সাংসদ। বাবুলের এই টুইট বার্তার পাল্টা হিসেবে তৃণমূল মহাসচিব তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, ”বিজেপি ফেক ভিডিও (ভুয়ো ভিডিও) ছড়াচ্ছে”।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপে উদ্বেগ বাড়ছে দেশে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার। এ দেশে করোনায় মৃতের সংখ্যা ৬৫২।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment