রাজ্য়ে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্য়া ফের বাড়ল। বাংলায় ভাইরাসে আরও ৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মোট মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৮। বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ১৩৪৪। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ৯৪০ জন। এদিন আরও ৪৬ জনকে ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় সুস্থ হয়েছেন ২৬৪ জন, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''রাজ্য়ে খাদ্য়সাথী প্রকল্পে উপকৃত ৯ কোটি ৯৫ লক্ষ মানুষ। ডিজিটাল রেশন কার্ড না থাকলেও ৬৫ লক্ষ মানুষকে কুপন দেওয়া হয়েছে। রেশন সামগ্রী বিতরণই অগ্রাধিকার রাজ্য় সরকারের''।
তিনি আরও জানান, ''দু-একটি বিক্ষিপ্ত জায়গায় অসাধু লোকেরা সমস্য়ার সৃষ্টি করছে। পুলিশ ও খাদ্য় দফতর যৌথভাবে ব্য়বস্থা নিয়েছে। করোনা পরিস্থিতিতে গত দেড় মাসে ৩৫৯টি ক্ষেত্রে শোকজ করা হয়েছে, ৬৪ জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। ২৫ জনের শাস্তি হয়েছে। মে মাসে ২১ জন ডিলারকে শোকজ করেছে খাদ্য় দফতর। রাজ্য়ে প্রায় সকল জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন গ্রহণ করছেন মানুষ''।উল্লেখ্য়, করোনা আবহে রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে বাংলায়। এ নিয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরাও।
আরও পড়ুন: বাংলায় কেন্দ্রীয় দলের আগমনেই আরও আটোঁসাটোঁ লকডাউন
তৃতীয় দফার লকডাউনে কেন্দ্রের নির্দেশিকা মেনেই চলবে পশ্চিমবঙ্গ। দেশের অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এই লকডাউনে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র। আর কেন্দ্রের সেই ছাড় সংক্র্রান্ত নির্দেশও এবার মানা হবে পশ্চিমবঙ্গে। সোমবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, “লকডাউনে ছাড়ের ক্ষেত্রে কেন্দ্রের যে নির্দেশ রয়েছে আমরা তার সঙ্গে সহমত হচ্ছি। কারণ তা অর্থনৈতিক দিক থেকে ভাল। অনেক মানুষ কাজের সুযোগ পাবেন। তবে লকডাউনের যে কঠোরতা ছিল সেখানে পরিস্থিতি কিছুটা শিথিল করতে হচ্ছে। আমাদের ভয় রয়েছে এটা নিয়ে। তবে কেন্দ্রের যেহেতু নির্দেশ, তাই মানতে বাধ্য হচ্ছি।”
আরও পড়ুন: মদের দোকান খুলেছে, কিন্তু কেনার নিয়ম জানেন তো?
ভিনরাজ্যে আটকে পড়া বাসিন্দাদের নিয়ে বাংলায় এল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। এদিন সকালে ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি। রাজ্যের বহু বাসিন্দা আজমের দরগা এলাকায় আটকে পড়েছিলেন। সোমবার ১,১৮৮ জনকে নিয়ে রাজ্যের উদ্দেশে ট্রেনটি রওনা হয়। সামাজিক দূরত্ব মেনে এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেই ঘরছাড়াদের ট্রেনে করে ফিরিয়ে আনা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড বৃদ্ধি হল। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে জানা গিয়েছে, সোমবার ভারতে করোনা আক্রন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট করোনা পজেটিভ ৪৬ হাজার ৪৩৩ ও মৃত ১ হাজার ৫৬৮ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন