কিছুটা স্বস্তি, বাংলায় নতুন করে আজ করোনা আক্রান্তের হদিশ নেই

লকডাউন উপেক্ষা করেই মদ্য়পানের আসর বসানোর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের মেচেদায়। লাঠিচার্জ করে মদ্য়পান রোখে পুলিশ।

লকডাউন উপেক্ষা করেই মদ্য়পানের আসর বসানোর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের মেচেদায়। লাঠিচার্জ করে মদ্য়পান রোখে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস, করোনা, করোনা আতঙ্ক, mamata banerjee, মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মারণ ভাইরাস, করোনা, coronavirus latest update, coronavirus news, coronavirus west bengal, bengal lockdown, পশ্চিমবঙ্গে লকডাউন, কলকাতা লকডাউন, coronavirus bengal, করোনা কলকাতা, করোনাভাইরাস বাংলা, coronavirus kolkata, করোনা কলকাতা, coronavirus west bengal

লকডাউনে উল্টোডাঙা ফ্লাইওভার। ছবি: পার্থ পাল

''করোনাকে ভয় পাবেন না, করোনা আপনাকে ভয় পাবে, যদি সঠিক পথে চলেন'', এ ভাষাতেই প্রাণঘাতী ভাইরাসকে চ্য়ালেঞ্জ জানিয়ে বঙ্গবাসীর মনে 'সাহস' জোগালেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি করোনা মোকাবিলায় আরও একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মমতা। উল্লেখ্য়, বাংলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্য়ু হয়েছে। মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্য়া এ রাজ্য়ে ৯। নতুন করে এদিন বাংলায় করোনা আক্রান্তের কোনও হদিশ মেলেনি। এদিকে, করোনাকে রুখতে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন অমান্য় করায় বাংলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, ”হোম ডেলিভারির জন্য পাস দেওয়া হবে। বাড়িতে বাড়িতে পেপার (খবরের কাগজ) বিলিতে বাধা নেই। হকারদের কার্ড দেওয়া হবে”। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”রেশন দোকান যেন ঠিকমতো চলে। দরকার হলে একমাসের চাল একবারে দিয়ে দেওয়া হবে। তাহলে বারবার আসতে হবে না। যাঁরা বাজারে যাবেন সামাজিক দূরত্ব বজায় রাখুন”। পাশাপাশি মমতা বলেন, ''সবজিওয়ালা, মুটেদের আটকানো যাবে না। কৃষকদের মাঠে কাজ করতে দিতে হবে। সরকারি নির্দেশিকা না মানলে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে”।

আরও পড়ুন: ‘হোমডেলিভারি-সবজিওয়ালাকে আটকালে কড়া ব্যবস্থা’, লকডাউনে নির্দেশ মমতার

মমতা আরও জানান, ”দু’মাসের সামাজিক ভাতা একবারে দেওয়া হবে। ফুটপাথবাসীদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সদের জন্য হোটেল-গেস্টহাউসে থাকার ব্যবস্থা করা হচ্ছে। কেউ ক্ষুধার্ত জানলে স্থানীয় থানায় খবর দিন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে দুটি টাস্ক ফোর্স গড়া হয়েছে। একটা, মুখ্যসচিবের নেতৃত্বে, আর একটা পুলিশের টাস্ক ফোর্স। রাজ্যে একটাই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। টোল ফ্রি নম্বর ১০৭০ ও ল্যান্ডলাইন নম্বর ০৩৩- ২২১৪৩৫২৬। কোনও অসুবিধা হলে ফোন করলে সাহায্য পাবেন”।

Advertisment

করোনা আতঙ্কে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”কেউ মেডিকেয়ার দিতে চাইলে ৯০৫১০২২০০০ নম্বরে ফোন করুন। স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে কেউ সাহায্য করতে চাইলে, অ্যাকাউন্ট নম্বর হল ৬২৮০০৫৫০১৩৩৯, আইএফসি কোড- ICIC0006280, wb.gov.in এটা ওয়েবসাইট”।

আরও পড়ুন: ‘করোনা আপনাকে ভয় পাবে’, ভাইরাস রুখতে একগুচ্ছ ঘোষণা মমতার

অন্য়দিকে, করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হতেই এদিন জেলার বিভিন্ন প্রান্তে প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে ভিড় জমান অনেকে। তবে গতকালের তুলনায় এদিন রাস্তায় মানুষের সংখ্য়া অনেকটাই কমেছে। লকডাউন অমান্য় করায় নবদ্বীপে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদায় লকডাউন না মানায় অভিযুক্তদের কান ধরে ওঠবোস করায় পুলিশ। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার লাইভ ডেমো দিল পুলিশ। লকডাউন উপেক্ষা করেই মদ্য়পানের আসর বসানোর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের মেচেদায়। লাঠিচার্জ করে মদ্য়পান রোখে পুলিশ। এদিকে, সল্টলেকে 'লকডাউন মানি না' বলে পুলিশের গায়ে থুথু দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।

যত দিন যাচ্ছে, দেশে করোনার সংখ্য়া ততই বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ৬০০ পেরিয়েছে। এদিনও বারাণসীতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন। মোদী বলেন, ''মহাভারতের যুদ্ধ ছিল ১৮ দিনের। এটাও একটা যুদ্ধ, করোনাভাইরাসের সঙ্গে লড়তে ২১দিন সময় লাগবে। আমাদের লক্ষ্য় ২১ দিনে আমাদের জিততে হবে”।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal coronavirus