করোনা সংক্রমণের মধ্য়েই সুস্থতার সংখ্য়ায় আশার আলো দেখল বাংলা। একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩২৮ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭১.৪৩ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৫ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৫৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৩১। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২১০০।
আরও পড়ুন: কলকাতায় বহুতলে বিধ্বংসী আগুন
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৭৯৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬৫০), হাওড়া (২০৬৭), দক্ষিণ ২৪ পরগনা (১৮৭৫), হুগলি (১২৯৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ২৬ হাজার ২৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১১ লক্ষ ৩২ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭১৫টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন