Advertisment

ফের রেকর্ড, বাংলায় একদিনে করোনা আক্রান্ত ১২০০ ছুঁইছুঁই

শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৮ হাজার ৮৮১।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19, করোনাভাইরাস, করোনা, ভাইরাস কোভিড ১৯, covid-19 outbreak, covid-19 lockdown, covid-19 cases, covid-19 deaths, covid-19 recovered, covid-19 scientists, করোনাভাইরাস, মিউটেশন, coronavirus mutation, coronavirus unusual symptoms, covid-19 mysteries, unsolved covid-19 mysteries, upasana ray, csir-indian institute of chemical biology kolkata senior scientist, csir-indian institute of chemical biology kolkata, s1 subunit spike protein, s2 subunit spike protein, the lancet infectious diseases journal, subhajit biswas, national centre for biological sciences bengaluru, national centre for biological sciences neurosicentist, shannon olsson, nature medicine journal, thrombosis research journal, covid toes

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাংলায় ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন। বাংলায় দৈনিক সংক্রমণের হিসেবে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৮ হাজার ৮৮১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৮০। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫২২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৭ হাজার ৩৪৮ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৩.৯৯ শতাংশ

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩ হাজার ৬৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৪০৭),হাওড়া (১০৪৭), দক্ষিণ ২৪ পরগনা (৮৪৬), হুগলি (৪১৫)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: মমতাকে চিঠি ধনকড়ের-মুকুল-বাবুলদের অভিযোগ ওড়াল তৃণমূল-কোয়ারেন্টাইন সেন্টারে ধুন্ধুমার-সোমেন মিত্রের হুঁশিয়ারি

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১০ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৯৩ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৮৩০, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আট লক্ষ ছুঁয়েছে দেশের মোট আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি। মৃত্যু হয়েছে ২১ হাজার ৬০৪ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment