Advertisment

বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ৯৫, জানালেন মমতা

রাজ্য়ে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

ফাইল ছবি।

রাজ্য়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ল ৬। রাজ্য়ে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ''এখন সংখ্য়াটা বাড়বে, কিন্তু আতঙ্কিত হবেন না''।

Advertisment

অন্য়দিকে, বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''প্রধানমন্ত্রী বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হবে দেশে। আমরাও সকলে সহমত হয়েছি। আমি আমার রাজ্য়ে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে''।

উল্লেখ্য়, করোনা রুখতে দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে তুমুল জল্পনার মধ্য়েই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রীরা। মোদীর ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেন বাংলার মুখ্য়মন্ত্রীও।

আরও পড়ুন- করোনায় তথ্য গোপন করছে রাজ্য, চলছে রাজনীতি, বঙ্গ বিজেপির নালিশ রাজ্যপালকে

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্য়া ৮৯। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫। এদিকে, করোনা মোকাবিলায় নতুন অ্যাপ চালু করেছে মমতা সরকার। করোনা সংক্রমণ মোকাবিলায় হটস্পট খুঁজে বের করতে রাজ্যে ‘সন্ধানে’ নামের নতুন অ্যাপ চালু করা হয়েছে। মূলত আশাকর্মীদের জন্যই এই অ্যাপ চালু করা হয়েছে

অন্য়দিকে, ভারতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ৭,৪৪৭। যাঁদের মধ্যে ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৩৯। তবে, ভারতে করোনায় গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal corona
Advertisment