একদিকে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, অন্যদিকে বাড়ছে সুস্থতার হারও। বাংলায় করোনার ছবিটা খানিকটা এমনই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩১ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৯০। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৮৪৬। রাজ্য় স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, একদিনে রাজ্যে করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৩৯৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭২.৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২১৪৯।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৬১৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬২৬), হাওড়া (১৯৬৮), দক্ষিণ ২৪ পরগনা (১৮৭৪), হুগলি (১২৭৮)।
আরও পড়ুন: সুন্দরবনে মৎস্য়জীবীদের নৌকায় এবার এলপিজি সিলিন্ডার
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ২৭ হাজার ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১১ লক্ষ ৫৯ হাজার ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭১৫টি।
এদিকে, দেশে করোনার থাবা অব্য়াহত। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে এই মুহূর্তে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৮৯। মঙ্গলবার একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০১ জন। দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৪৫ হাজার ২৫৭।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন