বিগত কয়েকদিনের মতো বুধবারও বাংলায় করোনায় দৈনিক সংক্রমণের সংখ্য়া ২ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪ হাজার ৩২৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৭২৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১২০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭২.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২২০৩।
আরও পড়ুন: বাংলায় ফের লকডাউনের দিন বদল, বিজ্ঞপ্তি নবান্নের
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৬৩৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৫৪০), হাওড়া (২০২৮), দক্ষিণ ২৪ পরগনা (১৯৭৩), হুগলি (১২১৯), পূর্ব মেদিনীপুর (১১৯২)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ২৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১১ লক্ষ ৮৬ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭১৫টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন