করোনায় দেশে অষ্টম বাংলা, রাজ্যে সংক্রমিত ১০ হাজারের বেশি

কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭৫০। এরপরই রয়েছে হাওড়া (১০০১), উত্তর ২৪ পরগনা (৮৮৭), হুগলি (৪৫৮), দক্ষিণ ২৪ পরগনা (২৩৭)।

কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭৫০। এরপরই রয়েছে হাওড়া (১০০১), উত্তর ২৪ পরগনা (৮৮৭), হুগলি (৪৫৮), দক্ষিণ ২৪ পরগনা (২৩৭)।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দৈনিক নতুন সংক্রমণ বৃদ্ধির নিরিখে বাংলায় রেকর্ড। মোট করোনা আক্রান্তের সংখ্যাও ১০ হাজার পেরিয়েছে। আক্রান্তের নিরিখে দেশের প্রথম দশ রাজ্যের তালিকায় বাংলার স্থান অষ্টম।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪৭৬ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৫১, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২৪৪। শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৮৭। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ৪ হাজার ২০৬ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭৫০। গত ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ১১১ জন। এরপরই রয়েছে হাওড়া (১০০১), উত্তর ২৪ পরগনা (৮৮৭), হুগলি (৪৫৮),দক্ষিণ ২৪ পরগনা (২৩৭)।

Advertisment

আজ বাংলার বড় খবর: পরিযায়ীদের জন্য় ফের ট্রেন চাইল বাংলা-বিস্ফোরক দিলীপ-সরকারি কর্মীদের জন্য় নয়া ঘোষণা মমতার-ফি বৃদ্ধি ঘিরে কলকাতার স্কুলে তুলকালাম-রাজ্য়ে এল বর্ষা

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৮ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৪১.০৫ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। ভাইরাসে দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এ দেশে মোট করোনা সংক্রমিত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। করোনায় প্রাণ গিয়েছে মোট ৮,৪৯৮ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus