রোজই বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৪৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১১ হাজার ২৭৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৫৬। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৬৩২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৯ হাজার ২১৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬১.০৯ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩ হাজার ৭৯৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৬৯০),হাওড়া (১২৪৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৬৩), হুগলি (৪৭৪)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ দলের প্রাক্তন মন্ত্রীর-করোনায় মৃত্যু হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেটের-মঙ্গলবার উত্তরবঙ্গ বনধ-বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ১১ হাজার ৩৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬ লক্ষ ২৭ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৮৬২, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও বেড়ে চলেছে করোনার দাপট। সোমবার একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭০১ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ৮.৭ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের মৃত্য়ু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্য়ু হয়েছে ২৩ হাজার ১৭৪ জনের, কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী এ তথ্য় জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন