করোনাকে জয় করেই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৯ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের মোট সংখ্যা ২০ হাজার ৬৬৩। দৈনিক অ্যাক্টিভ কেস কমল ৭২১। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৬৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯৬ হাজার ১১০ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯৪.৩৩ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯১৪৫।
আরও পড়ুন, আত্মজীবনী প্রকাশ নিয়ে বিবাদ চরমে! টুইট যুদ্ধে প্রণব পুত্র-কন্যা
অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। যদিও লাফিয়ে লাফিয়ে কমছে আক্রান্ত। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৩০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪০৮৭), হুগলি (১০৫৬), দক্ষিণ ২৪ পরগনা (১৩২৯), হাওড়া (১০৮২), পশ্চিম মেদিনীপুর (৭৫৭), পূর্ব মেদিনীপুর (৮৮৪)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৪১ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৪ লক্ষ ৯৬ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭। মোট কোভিড বেডের সংখ্যা ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্যা ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন