বাংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪২৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১২ হাজার ৭৪৭। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ২০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১০০০। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৭৪৯ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২০ হাজার ৬৮০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.০৬ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪ হাজার ৩০৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৯৮০),হাওড়া (১৩২৮), দক্ষিণ ২৪ পরগনা (১১৯৫), মালদা (৫৩৬), হুগলি (৪৪৮)।
আরও পড়ুন: করোনা যোদ্ধাদের মৃত্য়ু হলে পরিবারের ১ জনকে চাকরি, ঘোষণা মমতার
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ১১ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮০টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৯৩৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও লাফিয়ে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪২৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯.৩ লক্ষ। করোনায় ভারতে মৃত্য়ু হয়েছে ২৪ হাজার ৩০০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৬০ হাজার জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন