বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১০। রাজ্য়ে এই মুহূর্তে করোনা আক্রান্তে সংখ্য়া ১৪৪। নবান্নে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্য়সচিব রাজীব সিনহা। রাজ্য়ে আরও ৯ জন করোনা মুক্ত হয়েছেন বলে এদিন জানান মুখ্য়সচিব।
অন্য়দিকে, লকডাউনের মধ্য়েও বাংলায় মিষ্টির দোকান খোলায় ছাড়পত্র দিয়েছে মমতা সরকার। এবার ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টির দোকান খোলার সময় বদল করা হল। লকডাউন চলাকালীন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে বাংলায়। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, লকডাউন পরিস্থিতিতে সকলে যাতে সম্পূর্ণ রেশন পান, সেদিকে জোর দিয়েছেন মমতা। এদিন খাদ্য় দফতরের সচিব নিয়োগ করা হয়েছে।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্য়বাসীকে মাস্ক পরার জন্য় ফের আবেদন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মাস্ক পরা প্রসঙ্গে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ''মাস্ক বাধ্য়তামূলক করুন। সকলে মাস্ক পরুন। । তোয়ালে, ওড়না, গামছা, মায়ের আঁচল দিয়ে মাস্ক বানানো যাবে”।
দ্বিতীয় দফার লকডাউনের মধ্য়েই বাংলায় সব জুটমিল ও ইটভাটা খোলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ”রাজ্য়ের সব জুটমিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ শতাংশ শ্রমিককে কাজে লাগানো হবে”। একইভাবে বাংলায় ইটভাটা খোলার কথা বলেছেন মমতা।মুখ্য়মন্ত্রী জানান, ”যেসব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি, সেখানকার বাসিন্দারা দয়া করে বাড়ির বাইরে বেরোবেন না”।
আরও পড়ুন: একাদশের সকল পড়ুয়া পাশ, উচ্চমাধ্য়মিকের বাকি পরীক্ষা জুনে, ঘোষণা মমতার
ডাক্তার-নার্সদের উদ্দেশে এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ”ডাক্তার-নার্সরা খুব ভাল কাজ করছেন। কোনও বিশ্রাম পাচ্ছেন না। দিনরাত কাজ করছেন। ডাক্তার, নার্স, প্য়ারা মেডিক্য়ালকর্মীরা ৭ দিন কাজ করবেন, আর ৭ দিন রেস্ট করবেন। তাহলে তাঁরা একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবেন। আরও এনার্জি পাবেন। স্বাস্থ্য় ভবনকে বলব এটা করতে”।সম্প্রতি রানাঘাটের এক তরুণী স্বাস্থ্য়কর্মীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার সোচ্চার হয়ে বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, ”যাঁরা এমন ব্য়বহার করছেন, সরকার চাইলে তাঁদের জেলে ভরতে পারে”।
এদিকে, দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮০। করোনায় দেশে মৃত বেড়ে হয়েছে ৪১৪। করোনা মুক্ত হয়েছেন ১৪৮৮ জন। সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জন।
দেশের ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন