Advertisment

করোনাকে হারিয়ে বাংলায় প্রথমবার সুস্থতার হার ছাড়াল ৫০ শতাংশ

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৯৭। এরপরই রয়েছে হাওড়া (৭৪৭), উত্তর ২৪ পরগনা (৭৩৮),দক্ষিণ ২৪ পরগনা (২৮৪), হুগলি (২৫২)।

author-image
IE Bangla Web Desk
New Update
corona vaccine Updates

প্রতীকী ছবি।

করোনা-যুদ্ধে আশার আলো দেখল বাংলা। একদিনে রাজ্য়ে রেকর্ডহারে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্য়া বাড়ল। জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ৫৩৪ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ২৮ জন। বাংলায় করোনায় সুস্থতার হার ৫০.৬১ শতাংশ, মঙ্গলবার রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৪১৫ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৯৫, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১১ হাজার ৯০৯। মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৬।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: মোদীর বৈঠকে ব্রাত্য় ‘বক্তা’ মমতা-রাজপথে আটক সূর্য-একুশের দৌড়ে বিজেপির বিশেষ অভিযান-কলকাতায় যান-যন্ত্রণা অব্য়াহত

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৯৭। এরপরই রয়েছে হাওড়া (৭৪৭), উত্তর ২৪ পরগনা (৭৩৮),দক্ষিণ ২৪ পরগনা (২৮৪), হুগলি (২৫২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৮ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৫১ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ১০৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। মঙ্গলবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩ লক্ষ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৯০০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮০ হাজার জন। তবে এখনও আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment