বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩৭৭১, মৃত ৬১

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনায় দৈনিক সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩২ হাজার ৫০০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৯৩১।

আরও পড়ুন: ‘এখন নয়, পুজোর পরই লোকাল ট্রেন চালু নিয়ে ভাবনাচিন্তা’

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭১৮৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮৬৫), দক্ষিণ ২৪ পরগনা (২০২৬), হাওড়া (১৬২৭),হুগলি (১৪১৪), নদিয়া (১৩৬২),পশ্চিম মেদিনীপুর (১২৫৮),পূর্ব মেদিনীপুর (১২৪২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৯ লক্ষ ৪ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন