করোনাকে হারিয়ে বাংলায় সুস্থ হওয়ার সংখ্য়া ক্রমশ বাড়ছে। করোনায় অ্য়াক্টিভ কেসের থেকে করোনা-মুক্তের সংখ্য়া বেড়েছে বাংলায়, যা 'ভাল লক্ষ্মণ' বলে বর্ণনা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৫০৫ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় মোট সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৩৩ জন। বাংলায় করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৩.১১ শতাংশ, বুধবার রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৯১ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫০৬, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১২ হাজার ৩০০। বুধবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া দাঁড়িয়েছে ৫ হাজার ২৬১।
আরও পড়ুন: করোনায় বাংলায় ‘সেফ হোম সেন্টার’ চালুর ঘোষণা মমতার
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ১৮৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৩৬), হাওড়া (৫৫৫), দক্ষিণ ২৪ পরগনা (২৯৮), হুগলি (২৭২)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৯ হাজার ২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ১০৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, সংক্রমণের সঙ্গেই ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গিয়েছে ২,০০৩ জনের। এক দিনে মৃত্যুর নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১১,৯০৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে এ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভের সংখ্যা ১০,৯৭৪ জন। মোট আক্রান্ত ৩ লাখ ৫৪ হাজার ০৬৫ জন। দেশে কোভিড রোগীর সংখ্যা ১,৫৫২২৭ জন। সুস্থ হয়েছেন ১,৮৬,৯৩৪ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন