করোনায় বাংলায় 'সেফ হোম সেন্টার' চালুর ঘোষণা মমতার

''যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, যাঁদের সামান্য় জ্বর রয়েছে, তাঁদের এখানে রাখা হবে। ডাক্তাররা দু'বার যাবেন, দেখাশোনা করবেন। বাড়ির খাবার খেতে পারবেন''।

''যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, যাঁদের সামান্য় জ্বর রয়েছে, তাঁদের এখানে রাখা হবে। ডাক্তাররা দু'বার যাবেন, দেখাশোনা করবেন। বাড়ির খাবার খেতে পারবেন''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee,মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মমতা, মমতা ব্য়ানার্জী, মমতা ব্য়ানার্জি, coronavirus, করোনা, করোনাভাইরাস, mamata, mamata latest news, corona, safe home centre, সেফ হোম সেন্টার

মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

করোনা মোকাবিলায় এবার সেফ হোম সেন্টার চালু করার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ''১০৪টি সেফ হোম সেন্টার খোলা হচ্ছে। এগুলো কোয়ারেন্টিন নয়''। অন্য়দিকে, করোনা-যোদ্ধাদের জন্য় ইনসেন্টিভ ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী।

Advertisment

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''যাঁদের মৃদু উপসর্গ রয়েছে, যাঁদের সামান্য় জ্বর রয়েছে, তাঁদের এখানে রাখা হবে। ডাক্তাররা দু'বার যাবেন, দেখাশোনা করবেন। বাড়ির খাবার খেতে পারবেন। হাসপাতালের বেড রাখা হচ্ছে গুরুতর অসুস্থদের জন্য়''।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: চিনা হামলায় নিহত বাঙালি জওয়ানদের পাশে মমতা-‘রাজনীতি না করে সেনার সঙ্গে থাকুন’-করোনায় আক্রান্ত অশোক ভট্টাচার্য

বাংলায় করোনা-যোদ্ধাদের জন্য় ইনসেন্টিভ ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বলেন, ''পোস্ট গ্র্য়াজুয়েশন করছেন এমন করোনা যোদ্ধাদের ১০ শতাংশ করে ইনসেন্টিভ দেওয়া হবে। দেওয়া হবে কোভিড ওয়ারিয়র সার্টিফিকেটও। ফাইনাল ইয়ারের ছাত্রদের কোভিড ট্রেনি হিসেবে কাজে লাগানো হবে। রোটেশনের ভিত্তিতে কাজ হবে। হাউসস্টাফদের সংখ্য়া বাড়ানো হচ্ছে। সিনিয়র রেসিডেন্টদেরও কাজে লাগানো হবে। ইন্টার্ন, পিজি ট্রেনিংয়ে রয়েছেন যাঁরা, তাঁরা যাতে ভাল করে পড়াশোনা করতে পারেন, সেটা দেখা হবে। তাঁদেরও রোটেশন অনুযায়ী কাজ করতে পারেন কোভিড এরিয়াতে, সেটা দেখা হবে। ইন্টার্ন হিসাবে যাঁরা কাজ করছেন তাঁদের ৩ বছরের বন্ড থাকে। করোনা-যোদ্ধা হিসেবে তাঁরা যতদিন কাজ করবেন, তাঁদের সেই সময়সীমা বন্ড থেকে বাদ দেওয়া হবে''।

Advertisment

করোনা পরিস্থিতি প্রসঙ্গে এদিন মমতা ফের বলেন, ''কোনও রোগীকে ফেরানো যাবে না। সকলকে বলছি মাস্ক পরুন। করোনায় অ্য়াক্টিভ কেসের থেকে সুস্থতার সংখ্য়া বেশি, এটা ভাল লক্ষ্মণ। কেউ করোনা লুকোবেন না, এটা কোনও অপরাধ নয়। করোনা আক্রান্ত অনেকেই বাইরে থেকে এসেছেন, সেজন্য় রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee