দৈনিক সংক্রমণে বাংলায় ফের নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৫৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৩ হাজার ১২১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৮৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৭ হাজার ৯৪০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৬৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৯৯২।
আরও পড়ুন: ভারতে এবার স্পুটনিক ফাইভ ভ্য়াকসিনের ট্রায়াল, অনুমোদন ডিসিজিআই-এর
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৩৪৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭০২৫), দক্ষিণ ২৪ পরগনা (২০০৩), হাওড়া (১৭৪০),নদিয়া (১৩৬২), হুগলি (১৩৫৫),পশ্চিম মেদিনীপুর (১৩০১),পূর্ব মেদিনীপুর (১২৬৬)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪৩ হাজার ৪২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৯ লক্ষ ৪৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন