বুধবারের থেকে আজ বাংলায় করোনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ৩ হাজারের গণ্ডিই ছাড়াল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৫ হাজার ৫৮০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৪ হাজার ৩৩৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৬১ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৬.৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪১৮৩।
আরও পড়ুন: ভ্যাকসিনের থেকে বেশি সুরক্ষা দেবে মাস্ক? কেন এমন মত আমেরিকার?
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪২৮৪। এরপরই রয়েছে কলকাতা (৪২৩৮),পশ্চিম মেদিনীপুর (১৬৭২), দক্ষিণ ২৪ পরগনা (১৪৯০), হুগলি (১৪৩১), হাওড়া (১১২০), পূর্ব মেদিনীপুর (১০৮৯)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৪৫ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৬ লক্ষ ৫৪ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন