Advertisment

রেকর্ড সংক্রমণ বাংলায়, একদিনে আক্রান্ত ২৭৩৯, মৃত ৪৯

গত কয়েকদিনে অবিশ্বাস্য হারে বেড়ে চলেছে করোনা। তবে স্বস্তি একটাই, সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় বাড়ছে সুস্থতার হারও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

রেকর্ড! করোনা আক্রান্তের নিরিখে আবারও রেকর্ড বাংলায়। গত কয়েকদিনে অবিশ্বাস্য হারে বেড়ে চলেছে করোনা। তবে স্বস্তি একটাই, সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় বাড়ছে সুস্থতার হারও।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫১৬। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২১ হাজার ১০৮। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ২১৩ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫২ হাজার ৭৩০ জন। রাজ্যে সুস্থতার হার ৬৯.৮৩ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৬৭৮।

আরও পড়ুন, করোনা আক্রান্ত অমিত শাহ, ভর্তি হাসপাতালে

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৫৯৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫০৪৯), হাওড়া (১৯৬৪), দক্ষিণ ২৪ পরগনা (১৩১৬), হুগলি (৮৮১)।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ২১ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৯ লক্ষ ৩৪ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal kolkata COVID-19
Advertisment