Advertisment

চতুর্থীতে সব রেকর্ড পার! রাজ্য়ে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৭ হাজার ৭০৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৪৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

করোনা সংক্রমণে রোজই নয়া রেকর্ড গড়ছে বাংলা। পুজোর আবহে এই প্রথম একদিনে রাজ্য়ে সংক্রমণ ৪ হাজারের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৯ হাজার ৫৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৫ হাজার ১৭০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৭ হাজার ৭০৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬১৮০।

আরও পড়ুন: লকডাউন চলে গেলেও, ভাইরাস যায়নি: মোদী

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৩৩১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭২১৯), দক্ষিণ ২৪ পরগনা (২২৬২), হাওড়া (১৬৪৮),পশ্চিম মেদিনীপুর (১৬৩৩),নদিয়া (১৫৬৯), হুগলি (১৪৮০),পূর্ব মেদিনীপুর (১২৯৭)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৪৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭৫১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment