Advertisment

করোনা আক্রান্তের শীর্ষে ফের কলকাতা, বাড়ল সুস্থতার হার

এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৩৭। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৪ হাজার ৮০৬।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

বাংলায় বেড়েই চলেছে করোনার দাপট। জেলায় জেলায় ফের কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা গেল গত ২৪ ঘন্টায়। তবে সেইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৩৭। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৪ হাজার ৮০৬। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৫৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৫ হাজার ৯৭২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৮৭.০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৩৫৯।

আরও পড়ুন: করোনার মাঝেই ব্রুসেলোসিস ব্যাক্টেরিয়ার হানা, আক্রান্ত ৩ হাজারেরও বেশি

অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনাকে টপকে গেল কলকাতা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪২৩৯। আর রবিবার কলকাতায় মোট অ্যাক্টিভ কেস ৪২৬২। এরপরই রয়েছে পশ্চিম মেদিনীপুর (১৬৯৮), দক্ষিণ ২৪ পরগনা (১৫৪৩), হুগলি (১৪০৭), হাওড়া (১২৫১), পূর্ব মেদিনীপুর (১১১৪)।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৫ হাজার ৬৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৭ লক্ষ ৯০ হাজার ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona COVID-19
Advertisment