বাংলায় করোনার থাবা অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬১ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৭ হাজার ৮১৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১১৮২। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৮ হাজার ৩৫ জন। রাজ্য়ে সুস্থতার হার ৫৯.৬১ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৬২৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪১৬০), হাওড়া (১৬৯৮), দক্ষিণ ২৪ পরগনা (১৪৭২), মালদা (৬৬৬), হুগলি (৮০৬)।
আরও পড়ুন: ভার্চুয়াল ২১ জুলাই, একনজরে মমতার বার্তা
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১৩ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৭ লক্ষ ২৯ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৩৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্য়ান অনুসারে, দেশে এদিন একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৫৮৭ জনের। দেশে করোনায় সুস্থ হয়েছেন ৭.২ লক্ষেরও বেশি মানুষ। অন্য়দিকে, আইসিএমআরের তথ্য় অনুযায়ী, ২০ জুলাই পর্যন্ত ১,৪৩,৮১,৩০৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার ৩ লক্ষ ৩৩ হাজার ৩৯৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন